নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

আর্তনাদ

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩০


ছকে বাঁধা জীবনে একই সাজ সজ্জা,
স্বল্প মাইনেতে বাড়ে রোজ লজ্জা !
তোষামোদি পারিনাকো অকর্মের ঢেঁকি তাই,
বড় বড় সাহেবেরা করে শুধু ধুর ছাই !

মোটা চাল, ডাল আর একটু তেল নুন,
গতরের গামছা আর সৌখিন পান চুন ।
বেড়ে চলে দাম রোজ নিত্য পণ্যের,
চিন্তা সবার আপনার নেই পর-অন্যের ।

রোজ রোজ সংস্কৃতি হচ্ছে অসামাজিক,
অধর্ম করে বেড়ায় যত বকধার্মিক ।
ঘুষখোর রুজি চোর বেড়ে চলে সমাজে,
শেষ কালে দেয় মন পূজো আর নামাজে ।

স্বার্থ আজ অর্থ সবার যেন তেন প্রকারে,
ভুঁড়ি তাই বেড়ে চলে আকারে সাকারে !
মানবিক বোধহীন জনে মনে ভেদাভেদ,
আকন্ঠ গিলে কেউ অভুক্ত কারো পেট !

নীতি আর নির্ধারণে উড়ে কথার ফানুস,
পৃথিবী আজ কসাইখানা, বিপন্ন মানুষ !
মানুষের আর্তনাদ, শোনে না মানুষ আর-
পশুর অধম হলে এসবের নেই দরকার ।

কথিত মানুষ আর মানুষের বাচ্চা,
এসো লেজ লাগিয়ে সাজি পশু সাচ্চা ।
শ্রমিকের শ্রম ঘাম শুষে নেই রক্ত,
তাই দিয়ে করি ভোজ রোজকার ওয়াক্ত !

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৩ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ http://www.globalgiving.org

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৯

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: মে দিবসের কবিতা হয়েছে ভাইয়া। :)

২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৮

রুদ্র আতিক বলেছেন: শ্রমজীবী মানুষদের সব দিবস একই । আর মে দিবস তো দিবস সর্বস্ব ! আমরা এখনো কলে কারখানায় ৯ থেকে ১২ ঘন্টা কাজ করি আপু । ধন্যবাদ

৩| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৯

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.