নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

অন্তিম আশা

২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৩


একদিন হবো বিলীন মৃত্যু-কৃষ্ণ গহ্বরে
জীবনের লেনদেন প্রিয়জন পর করে !
সেদিনের তরে রাখি নাই ভরে প্রস্তুতির
আয়োজন, মন তাই হয়েছে অধীর ।

কতদিন রবো ভবে, জীবনের ইতি কবে
জানা নাই, তবু সদাই মেতে রই উৎসবে !
অন্তরতর হে, যাবে কি সাথে মোর?
ফুরালে যতন-মধুর মিলন বাসর !

অতীতের স্মৃতি যত বাড়াবে কেবল ক্ষত !
পাশে বঁধু-আত্মজন করিবে ক্রন্দন অবিরত,
অবহেলে কাটানো বেলা, খেলা শেষে
বিফলে, জীবন অন্ত হবে মরনের ছলে ।

অধিকার আর নাহি রবে বাঁচিবার !
সময় হয়েছে বড় বেলা ফুরাবার
পরানের ভাষা টুটিবে আশা অন্তিম কালে
লাগিবে না দোলা পথ ভোলা জীবনের পালে ।

তবু বাঁচিবার বড় সাধ হয়, অমোঘ মৃত্যু ভুলিয়া
কাটাতে বেলা, আনন্দ বেদনার কুসুম তুলিয়া ।
জনম ভরিয়া তাই বাসিলাম ভালো মানুষেরে
এই ভেবে মরনের পরে যদি আমায় স্মরণ করে ।

যদি মনে পড়ে আমারে প্রিয় জীবনের কোন ক্ষণে,
হৃদয় অঞ্জলি দিয়ো শুধু অশ্রু রেখো চোখের কোনে ।
কতটা ভালো বেসেছিলে মোরে, দিয়েছিলে কত প্রেম!
সে হিসাব অমিমাংসিতই থাক,
আমার সকল ভালোবাসা তবু আজ মানুষে দিলেম ।'

কবি: রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৯ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ।
ছবি কৃতজ্ঞতাঃ http://www.freepik.com

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২৮ শে মে, ২০২৩ রাত ১১:১৫

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.