নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

রিক্ত শাখায়

২৮ শে মে, ২০২৩ রাত ১১:১৩


‘’কি কথা কয় কলির কানে, বাতাস এসে গানে গানে?
ফুল হয়ে তাই ফুটতে তারা হয়েছে আজ পাগলপারা!
তন্দ্রা ঢাকি আঁখি কোনে, ফুটলোরে ফুল বনে মনে,
বেভুল পথিক পথহারা গন্ধে যে প্রাণ আত্মহারা ।

ফুল বাগিচায় ভ্রমর এসে বসলো ফুলে হেসে নেচে,
মধু লোভে ঘর ছাড়া আজ তাই হয়েছে ছন্নছাড়া ।
মৌ লুটে হায় ভ্রমর ছুটে ফুল গুলো সব যায়রে টুটে,
কোন সে প্রেমে দল হারা ফুল বিরহী আর সর্বহারা ।

ব্যাথা জাগে কি কারনে ফাগুন হাওয়ার অবসানে!
ভেবে কবি তন্দ্রাহারা কাব্য চোখে দেয় পাহারা ।
ফুলকলি কি উঠবে হেসে অন্য হাওয়ার সুখ আবেশে?
জানে না তা সাঁঝের তারা কেন রিক্ত শাখা দুঃখহারা!

মনের ময়ূর পেখম মেলে উঠবে পুনঃ হেসে খেলে,
রিক্ত শাখা অর্থহারা তবু আশার কবি বাঁধনহারা!
হিজল তমাল অশোক পলাশ আরও কত বাগান বিলাস
ভাঙবে পুনঃ তন্দ্রা রিক্ত শাখায় কিশলয়ের বাজবে নব মন্দ্রা ।‘’


কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ http://www.pxfuel.com

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২৩ রাত ১:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: সুন্দর

২৯ শে মে, ২০২৩ সকাল ৮:৫১

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম

২| ২৯ শে মে, ২০২৩ সকাল ১০:০২

অক্পটে বলেছেন: সুন্দর একটা কবিতা পড়লাম এই সকাল বেলায়। কবিতাটি ইনভার্টেড কমার ভেতরে রাখায় অন্য কারো কবিতা বলে মনে হয়।

২৯ শে মে, ২০২৩ সকাল ১১:৪৪

রুদ্র আতিক বলেছেন: অন্য কারো কবিতা বলে মনে হওয়াতে মনে মনে পুলোকিত হলাম এই ভেবে যে, যাক, আমার লেখাও তাহলে কবিতার মত হয়েছে ! আসলে, আমি একটা গান লিখতে বসেছিলাম কিন্তু কেন যেন কবিতা হয়ে গেল ! যাই হোক, অনুপ্রাণিত হলাম অনেক । ধন্যবাদ

৩| ২৯ শে মে, ২০২৩ সকাল ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কবি বাঁধনহারা বহুদিন ধরে ব্লগে অনুপস্থিত । আপনি তার কথা মনে করিয়ে দিলেন ।

২৯ শে মে, ২০২৩ দুপুর ২:৩১

রুদ্র আতিক বলেছেন: কাব্যে আমার, আমার কথা, আমার কবিতায়
আত্মজনে মনে মনে কাটুক অন্তরায়
আসুক ফিরে অতীত স্মৃতি, আসুক ফিরে কবি
কবি হয়ে তাইতো আঁকি কাব্য কথার ছবি ।

উৎসর্গঃ সেলিম আনোয়ার, আপনাকে
ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম ।

৪| ২৯ শে মে, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৯ শে মে, ২০২৩ দুপুর ২:১১

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম । সাথেই থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.