নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন স্বরূপ

০১ লা জুন, ২০২৩ সকাল ১১:৩৪



জীবনের ক্যানভাসে কত ছবি আঁকা আছে
কত হাসি গান আছে আছে কত কান্না!
ভুলে যাই সব কিছু অগোচরে নেয় পিছু আশাদের বন্যা ।

আশা পথ বাহি রোজ স্বপ্নের করি খোঁজ
চেতনায় মিশে রয় সম্ভাবনা আগামীর ।
বিহ্বল প্রাণ দল আমার আর এই আমির!

অপমান অবহেলা ভালোবাসা ছুঁড়ে ফেলা
এই জ্বালা ভোলা দায় ইতিহাস নষ্টের!
যত কিছুই ভুলে যাই স্মৃতি ভোলা কষ্টের ।

নৈবেদ্যের পাত্র ভুলে সাজিয়েছি নষ্ট ফুলে
শুকালে সে পূজার ডালা আপনি সেধে গাঁথছি মালা ।
পাত্র না ফুল কিসে কি ভুল জানিনা কার কত জ্বালা !

মানুষ পেয়েছে কবে সে যা চেয়েছে ভবে?
সীমাহীন আশা বুকে মানুষের পথ চলা,
পথ ভোলা অনেক আশা থেকে যায় না বলা !

পদ্ম পাতার আশা জলের সাথে পাল্লা দিয়ে জলের বুকে ভাসা।
তেমনি আশা ভালবাসা সাধ জাগে জীবনে,
নিরাশার জল করে টলমল স্বপ্ন তবু সঙ্গোপনে ।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ http://www.peakpx.com

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৮:০৭

রুদ্র আতিক বলেছেন: সামুতে মন্তব্য করা যাচ্ছে তাহলে ! ধন্যবাদ ভাইয়া.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.