নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

সুন্দর সাধন

১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:৪৪


সুন্দরের প্রকাশ কি শুধু পল্লবে আর ফুলে ?
সুন্দর থাকে অন্তর তলে থাকে সে দেহ মূলে ।
ফুলে আর ফলে কেবলই যে সুন্দর খুঁজে মরে,
অসুন্দরের ছায়া শুধু হায় তাহারই চোখে পড়ে!

অপ্রকাশমান সুন্দর তারে কজনে দেখিতে পায়?
প্রকাশমান সুন্দর সে তো সকলে দেখিছে হায় !
সুন্দর চাঁদ সুন্দর রাত সুন্দর উপমা কত!
ধরণী বিলাস বড় অভিলাষ সুন্দর শত শত ।

অন্তরতর অরূপ প্রভু সুন্দর করি সৃজিলেন সব,
আপনার ধ্যানে সঙ্গোপনে গাহিছেন সদা সুন্দরের স্তব ।
অসুন্দরের মাঝে সুন্দর খুঁজে আানিছে যে অন্তর,
সুন্দরতর অন্তর তার সেই চির সুন্দর ।

সুন্দরের কল্যাণের সাধনা সাধন সারাটি জীবন ভর,
জীবনের স্রোতে সত্য ব্রতে ডুকরে ওঠে মম অন্তর ।
অন্তর আমার বিকশিত করো অরূপ সুন্দর প্রভু,
দুঃখ দহন যেন করেনা গ্রহণ সুন্দর সাধন কভু ।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
ছবিঃ নিজ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৩ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৩ ই জুন, ২০২৩ সকাল ৮:১৩

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

২| ১২ ই জুন, ২০২৩ বিকাল ৪:১১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা

১৩ ই জুন, ২০২৩ সকাল ৮:১৪

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.