নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

যন্ত্রমানব

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২৬


আমি যেন যন্ত্রমানব যন্ত্রের ন্যায় চলি,
একটা তফাৎ যন্ত্রের সাথে-
নিজের মনে সঙ্গোপনে আপন কথা বলি।
আপন মনে চলি আর আপন মনে গাই,
দুঃখ রাখী বেঁধে হাতে-
প্রেমের লাগি সবার তরে সুখ বিলিয়ে যাই।

দুঃসংবাদ নিত্য শুনে দুঃখ হোল সখা,
দুঃখে ভীত সংসারে তাই-
সুখ যে পলাতকা!
অদৃষ্টপূর্ব সুসংবাদ সে কি সুদূরপরাহত তবে?
দেখা কি হবে আর আপনার সাথে তার-
কেউ না জানি, না জানি তা কবে!

হবে হবে এই ভেবে হয়নি যাহা আর,
তাহার লাগি মিছে মায়া-
মিছে যন্ত্রণা জীবনে সবার!
অপার সম্ভাবনা যবে দিয়েছিলো হাতছানি,
সেই সময়ের সাধন মানেনি কোন বাঁধন-
মিলেছে প্রাপ্তি তাই বেদনার বীণাপাণি!

থামেনি জীবন তবু সেতো চলছে অবিরাম,
দুঃখ সুখের ভেদ-
তুমি আমি আমরা সবাই একই সর্বনাম!
যন্ত্রের নেই যন্ত্রণা তাই যন্ত্রমানব যাচি
যন্ত্রণা সব ভুলে গিয়ে যন্ত্র হয়ে বাঁচি ।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২২ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ ।


ছবি কৃতজ্ঞতাঃ http://www.chharpatra.com

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.