নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

বনফুল

২৬ শে মার্চ, ২০২৪ রাত ২:১৮


ফুটলো যে ফুল পথের ধারে নাম না জানি তার,
পায় কি শোভা কণ্ঠে কারো এমন ফুলহার!
আমায় ডেকে বললো তারা একটু ফিরে চাও,
পদতলে দলিয়ে মোদের কেমন করে যাও?

তাই হেরিতে অপরূপের মিললো এমন সাজ,
একটু ছোঁয়ায় ঘুচে গেল ফুলকলিদের লাজ।
ফিসফিসিয়ে বললো যেন ওহে উদাস কবি,
নাও না এঁকে মনের কোনে এই অপরূপ ছবি।

মুঠো ফোনে দৃশ্য ধারণ স্পর্শে করি সারা,
এইটুকুতেই বনফুলে হয়েছে আত্মহারা।
বিনয় মেখে তৃপ্তি সুখে বললো ফুলদল,
ধন্য হলাম পেয়ে কবির কোমল বাহুতল ।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগনঞ্জ
১১ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
২৫ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৪ ভোর ৫:০৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পরিচিত বনফুলদের দেখে ভালো লাগছে। ছবি ও ছন্দে ছন্দে কবিতা দুটোই চমৎকার হয়েছে।

২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪০

রুদ্র আতিক বলেছেন: প্রীত ও অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ

২| ২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৯

নামস্কাল বলেছেন: আরেক চমৎকার বুনোফুল হলো ভৃঙ্গরাজ।

কবিতা সুন্দর হয়েছে!

২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪২

রুদ্র আতিক বলেছেন: ভৃঙ্গরাজ দেখেছি কিন্তু নাম জানতাম না । অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ

৩| ২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৭ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩১

রুদ্র আতিক বলেছেন: কাছেই থাকুন, ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.