নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

প্রতিবচন

২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯


রাতের তারা রবি শশীর ময়ূখ যেন পুচ্ছ,
স্বার্থ লোভে নষ্ট ভুবন পরকে করে তুচ্ছ!
দিনের কায়া রাতের মায়া অরুণ আলোয় চুর,
পথ না জানা শ্যাওলা পানা বানের জলে দূর।

বুকের চিতায় জ্বলল যে প্রেম হয়না তাহার তুল্য?
ভুজঙ্গমে জানে ভালো কালকূটের কি মূল্য!
সম্ভোগে কি হারায় সখি ছন্দ মোহন পদ্য,
কোন প্রেরণায় জীবন পেল রসে ভরা গদ্য?

মনের বনে কোন ভোমরার নিত্য বিচরণ,
কোন মন্ত্রে ভরল অমন মরুরও কানন!
স্পর্শে কাহার মলিন হোল আঁখিরও কাজল!
কার বিরহে উথলে ওঠে চোখের কোনে জল?

চেয়ে দ্যাখো আকাশে কেন নীলের বারতা,
বিক্ষেপণের দোহাই দিলো মহাশূন্যতা!
জলের পরে শোষিত হয় কেমন করে আলো?
নানা রঙের সুমদ্র তার সেসব জানে ভালো ।

মায়ায় কায়ায় বেঁধে কেন করছ তিরস্কার?
তোমায় আমি বাসছি ভালো এই তো পুরস্কার।
বাসছি ভালো দিনে রাতে প্রশ্ন তবু মিছে,
হাস্নাহেনার গন্ধ জেনো রাতের পিঠে পিছে।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ
ছবিঃ নিজ হাতে তোলা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

আরেফিন৩৩৬ বলেছেন: চমৎকার লিখা, রূপকল্প এবং বাস্তবতায় বিক্ষেপণ। প্রাণ জুড়িয়ে গেল। কতদিন ভালো লাগা কবিতা পড়া হয়নি। শুভ কামনা

২| ০২ রা মে, ২০২৪ সকাল ১০:০২

রুদ্র আতিক বলেছেন: অনেক অনেক অনেক অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.