নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

অপ্রেম

১০ ই জুন, ২০২৪ সকাল ৮:২৮


পথিকের পথ আর পথের পথিক
আলাদা সত্তার ইশারা প্রতীক।
সূর্যের আলো তেজ নাহি হয় নিঃশেষ,
প্রস্থানে অন্ধকার রাত্রি বিশেষ !

সবিশেষ বিশেষণ প্রণয়ের রূপ-
বিশেষ্য পরিমল, বেদনার ধূপ !
চুপ করে থাকাটাও ভাষা এক বৈকি,
সুমুদ্র জল রাশি মাপা বলো যায় কি?

জীবনের বাঁকে বাঁকে কত ছবি আঁকা থাকে,
কত আশা নিরাশায় অবিরাম ঢেকে রাখে !
যাকে ভালোবাসি হায় সেই মনে দাগা দেয়,
সম্বল প্রেম ফেলে স্বার্থকে খুঁজে নেয় !

ছলা কলা জেনে বুঝে দানি প্রেম অর্ঘ্য,
তুচ্ছ করি ভয়, বিরহের খড়গ !
প্রেম আর বিরহে জীবনের পথ চলা,
কিছু খুঁজো কবিতায় কিছু থাক না বলা।

সম্ভ্রম করি বিষম আমার এই আমিত্বের,
জয়গান গেয়ে যাব আমরণ সত্যের ।
মর্ত্যের মানুষেরা মেনে নাও এই বাণী,
অপ্রেম মানবের বেদনার বীণাপাণি !

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
০৯ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ
ফুরসতঃ বিভাবরী ১২.০৫ অত্যল্পকাল
ছবিঃ নিজ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২| ১০ ই জুন, ২০২৪ দুপুর ১:০৪

কালো যাদুকর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.