নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

আমি

২৭ শে জুন, ২০২৪ দুপুর ২:০৬


শুভ্র মেঘের আকাশ তলে
সাদা রঙের কাশফুল,
আমায় দেখ একটু চেয়ে
মানব রাঙা ঘাস ফুল ।

বন বিহারী মনটা আমার
শুভ্র শরৎ সম,
যেমন তেমন ভূষণ তাহার
অন্তর প্রিয়তম ।

পথের টানে ছুটে চলি
পথ হারানোর লোভে,
চলার পথের অসঙ্গতি
দেখে ফুঁসি ক্ষোভে।

সীমাহীন চিন্তা করি
অসীম আকাশ চেয়ে,
কাব্য কথায় স্বপ্ন গড়ি
ভুবন রূপে নেয়ে ।

ধেয়ে আসা দুঃখ দেখি
যোগাই মনে সাহস
আশার বানে ডুবি ভাসি
তাও করিনা আপোষ।

প্রেমের তরে বাঁচা মরা
প্রেমের লাগি সব
ভালবাসার অনেক আশা
করছে কলরব।

আমার আমি অতল অসীম
আপন মনে চলে
আপন মনে সঙ্গোপনে
মনের কথা বলে।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১৪ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ ।

ছবি লোকেশনঃ যমুনা নদীর চর
ভ্রমনঃ ১১ সেপ্টেম্বর ২০২০ ইং।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২৪ দুপুর ২:১২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।পড়ে ভাল লেগেছে।

২৮ শে জুন, ২০২৪ রাত ১০:৩৮

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.