নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
কত কথা গত হলো
কত হলো না বলা,
কিছু বলি অকপট
কিছু তার থাক তোলা।
সুখ পথ চেয়ে চেয়ে
ভুলে থাকি বেদনা,
অচেতন চিতে জাগাই
নবতর চেতনা।
যাতনা বিলাস ভ্রমি
দুঃখ করি আপন,
সুখ তাই মোরে ফেলি
একাকী করে যাপন।
বন্ধুর পথ সম
জীবনের পথ চলা,
বলিতে সেই সব
কণ্ঠ করে জ্বালা।
মালা তবু গেঁথে যাই
প্রেম প্রীতি দিয়া,
যেজন গিয়েছে যাক
আপনার স্বার্থ নিয়া।
অভাবের খরতাপে
পুড়ে দেহ মন,
দুঃসময় চিনে নেয়
বন্ধু স্বজন।
অসুন্দরে ভরে ওঠে
জীবনের চারপাশ,
সুন্দর খুঁজিতে ছিঁড়ি
বেদনার নাগপাশ।
জমা কথা স্মৃতি করে
রচি গান কবিতা,
যন্ত্রণা ভুলে মনে
ভাসে প্রেম ছবিটা।
প্রেম সুখে ভরে তুলি
জীবনের গল্প,
কাব্যে খুঁজে ফিরি
কথাকলি অল্প।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ
লগ্নঃ রাত্রি ০১.১৭ মিনিট।
৩০ শে জুন, ২০২৪ দুপুর ১২:৪৭
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২৪ দুপুর ১:২২
সামরিন হক বলেছেন: ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।