নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১:০৪

আপনি কোথায় থেকে যাত্রা শুরু করছেন সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি আসলে কোথায় পৌছতে চান। আপনার গন্তব্য, আপনার লক্ষ আসলে কি সেটা। হ্যাঁ কেউ হয়ত আপনার থেকে সুবিধাজন অবস্থান থেকে শুরু করেছে, আপনার আগে শুরু করেছে। তাতে কি? জীবন তো আর অলিম্পিকের প্রতিযোগীতা না যে পরে শুরু করলে পিছিয়ে যাবেন, প্রথম তিনে না থাকতে পারলে পুরষ্কার পাবেন না। যদিও অনেকের কাছে জীবন মানেই প্রতিযোগীতা, দৌড় প্রতিযোগীতা। যেখানে সবসময় পিছিয়ে পড়ার ভয় থাকে। কিন্তু আমার কাছে মনেহয় জীবন অনেকটা এভারেস্ট জয়ের মত। যদি চেষ্টা থাকে, একসময় না একসময় আপনি চূড়ায় পৌছাবেনই। যেখানে পৌছানোর প্রতিযোগীতা নেই, আছে শুধু এভারেস্ট জয়ের লক্ষ। কেউ হয়ত সেই লক্ষে পৌছাতে উন্নত যন্ত্রপাতি নিয়ে আগে যাত্রা শুরু করে, কেউবা সাধারণ সরঞ্জাম নিয়ে একটু পরে শুরু করে। কিন্তু এভারেস্টের চূড়া তো একইরকম সবার জন্য। তাই না? জীবনের সুখ, আনন্দ, সাফল্যও তেমনি সবার জন্য একই রকম। শুধু সেটা অর্জনের পথটা হয়ত ভিন্ন। তাই অন্যের সাথে তুলনা না করে, কোনোরকম হীনমন্যতায় না ভুগে নিজের স্বপ্নের এভারেস্টের চূড়ায় পৌছতে যাত্রা শুরু করে দেন। কি বলেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.