![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"দ্যা নেকেড ফেস"। শিডনি শেলডনের অসাধারন এক থ্রিলার।
জুড স্টিভেনস একজন সাইকোএনালিস্ট, হুট করেই তার এক রোগী এবং রিসেপসনিস্ট খুন হয়ে গেল অল্প সময়ের ব্যবধানে। কেন? কারন অজানা। খুনির কি এর পরেও আরো টার্গেট আছে? হ্যাঁ, জুড স্টিভেনসন। স্টিভেননের সামনে এখন তার জীবনের সবচেয়ে বড় এবং জটি একটা কেসটা অবস্থান করছে। তাকে এক অচেনা খুনির চিন্তাধারা বুঝে খুনিকে খুঁজে বের করতে হবে, এনং সেটা করতে হবে তার খুন হয়েজাবার আগেই।
অদিকে খুনের তদন্তে থাকা মেকগ্রেভি যেন আঁট ঘাট বেঁধে নেমেছে যেন জেভাবেই হোক জুড স্টিভেনসকে খুনি প্রমানিত করবেই। এমন পরিস্থিতিতে কি করবে বেচারা সাইকোএনালিস্ট? আচ্ছা খুনি কি তার রোগীদেরই কেও? অসুস্থ মানসিক ভারসাম্যহীন কোনো রোগীই কি তার মৃত্যুদূত হয়ে আসছে? বলা জাচ্ছেনা এখন কিছুই। খুনির পরিচয় জানতে আমাদেরকে সম্পূর্নভাবে ভরসা রাখতে হবে জুড স্টিভেনসনের মানুষের মন পড়ার দক্ষতার উপরে। অবশ্য তার আগেই যদি সে খুন হয়ে না যায়।
মারাত্মক রকমের অসাধারন একটা থ্রিলার। একবার শুরু করলে শেষ না করে ওঠার উপায় নেই। আর শেলডন সাহেবের লেখাও অনেক সহজ, সরাসরি ইংলিশ ভার্সনটা পড়তে কোনোই সমস্যা হবে না। এর আগে ইংলিশ উপন্যাস পড়েননাই বলে কেউ যদি ভয় পান তাহলে বলবো শডনি শেলডনের বই দিয়ে ইংলিশ উপন্যাস শুরু করা সবচেয়ে ভালো। তারপরেও কেউ ইংলিশ না পড়তে চাইলে অনুবাদ তো আছেই। এমনকি সেবা থেকেও বহু আগে এর অনুবাদ বের হয়েছিল, "নগ্নমুখ" নামে।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৯
আতিক ইশরাক ইমন বলেছেন: নীলক্ষেত, নিউমার্কেটে পাবেন। বা গল্পের বইয়ের দোকানে।
২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৩
ডা: শরীফুল ইসলাম বলেছেন: নাম দেখে মনে হয় এডাল্ট ১৮+++++
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:১১
আতিক ইশরাক ইমন বলেছেন: হাহাহা, অথচ ঘটনা উল্টা।
৩| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৭
তাহ্ফীর সাকিন বলেছেন: নাম আর ঘটনা পুরোই উলটা
২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৪
আতিক ইশরাক ইমন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
বিজন রয় বলেছেন: পাবো কোথায়?