নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

নির্ঘুম রাতের প্রলাপ

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৮

অনেকগুলো রাত নির্ঘুম কেটে গেছে। অনেকগুলো রাত। এই নির্ঘুম রাতে অর্জন বলতে কিছু ছারপোকার স্বাস্থবৃদ্ধি ছাড়া অন্যকিছু তো চোখে পড়েনা। যেমন এখন। এখন অন্ধকার ঘরে ছারপোকার কামড় খেতে খেতে Ashes এর "ছারপোকা" গানটা শুনছি। গানে একঘেয়েমি পেয়ে বসলে বাইরে কুকুরের চিত্‍কার শুনছি। আর শুনছি বাতাসের ফিসফিসানি। শান্ত স্নিগ্ধ বাতাসের ফিসফিসানিটাও অত্যন্ত কোমল স্নিগ্ধ। ওদিকে পাশের ফ্ল্যাটের বারান্দায় কেউ একজন ফিসফিস করে আসলেই কথা বলছে। হয়তবা বালিকা বন্ধুর সাথে কথা বলছে। তার মোবাইলের আলোটা জ্বলজ্বল করছে আঁধারের মধ্যে। ওদিকে আমার চারকোনা জানালা দিয়ে দেখা চারকোনা আকাশেও তিনটা তারা জ্বলজ্বল করছে। হ্যাঁ তিনটাই তারা। যদিও তারার সংখ্যা হবার কথা অসংখ্য, কিন্তু আমি গুনে দেখলাম আমার আকাশে তারার সংখ্যা এই তিনটাই। তিনটা তারাই আমার নিঃসঙ্গ রাতের সঙ্গী। আচ্ছা, তারাগুলো যদি সঙ্গী হয় তাহলে রাতটা কি আর আমার নিঃসঙ্গ থাকে?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: ছারপোকার কামড় খেতে খেতে ,জীবন করেছি পার।
বাসা ছেড়েছি যে কত
তা সঠিক হিসাব মিলবে নাকো।
মুক্তি পান বাঘের হাত খেতে।
ভাল থাকুন

১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৯

আতিক ইশরাক ইমন বলেছেন: হাহাহা, ধন্যবাদ ভাই

২| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২১

নুর আমিন লেবু বলেছেন: আমারও Ashes এর গান গুলি ভাল লাগে

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫১

বিজন রয় বলেছেন: তারাগুলো যদি সঙ্গী হয় তাহলে রাতটা কি আর আমার নিঃসঙ্গ থাকে?

তারাগুলি তো আর মানুষ না।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

আতিক ইশরাক ইমন বলেছেন: তাহলে নিঃসঙ্গতা Confirmed

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.