![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকীত্বটাকে চরমভাবে উপভোগ করছি। আর উপভোগ করছি নিঃসঙ্গতা। জীবনটা যে শুধুই আমার সেটার উপলব্ধিটাও হয়ে জাচ্ছে সেইসঙ্গে। আজকে দুপুর থেকে প্রায় মাঝরাত পর্জন্ত বন্ধুর সাথে জীবনের মানে, জীবনের হতাশা এইসব নিয়ে বহুত কথাবার্তা হয়েছে। তাও আবার শুধু আলো, বাতাস আর পানি খেয়ে। তারপর রুমে এসে পেট পূজা করার পর খুব ভালোভাবে বুঝতে পারছি যে পৃথিবী আসলেই নিজ অক্ষে ঘুরছে । কিন্তু বিছানায় পিঠ ঠেকালেই যে সেই ঘোরা থেমে জাচ্ছে তা না, বরংচ সময়টাও জেন থেমে জাচ্ছে। কি আজব
, ঘুম কি আর আসবে না? মাঝে কিছুক্ষন বই পড়ার চেষ্টা করে ব্যর্থ হতে হলো। আচ্ছা, ঘুম কি আর আসবে না? আমি যে সকাল দেখতে চাই। যদিও চাঁদটা সুন্দর, কিন্তু তবুও ঘুমাতে চাই। কারন সকালের সূর্যটাও যে সুন্দর, যেটা অনেকদিন দেখিনি আমি।
[ছবিঃ সর্বস্বত্ব সংরক্ষিত]
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৫
আতিক ইশরাক ইমন বলেছেন: তিনজনের খেলা খুব ভালো
২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৮
বিজন রয় বলেছেন: চমৎকার।
৩| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৫
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
৪| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
সাগর মাঝি বলেছেন: তিনজনের খেলায় সব সময় আমিই হারি লেখক ভাই। হারলেও মনে কোন কষ্ট লাগেনা। ওরাই তো আমার আপনজন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০৬
সাগর মাঝি বলেছেন: চাঁদ আমার খুবই আপন। প্রায় ১০-বৎসর থেকে দিনের শেষ হলেই... (আমি+রাত+চাঁদ) খেলাটা শুরু হয়।
চলে সেই ভোর পর্যন্ত।