![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝরতে হঠাৎ করেই বৃষ্টি। না, আজ সারাদিন বৃষ্টি আসার কোনো লক্ষনই ছিল না। শুধুমাত্র রাতের আঁধার একটু গাড় হলে আকাশের দিকে চোখ রাখতে দেখলাম চাঁদটা মাঝে মধ্যে কিছু সময়ের জন্য মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে। কিন্তু সেটাও তো খুবি স্বাভাবিক, আকাশ যখন, সেখানে মেঘ থাকবেই। তুলার মত হালকা মেঘগুলো, যেই মেঘে বৃষ্টি হয় না। কিন্তু বৃষ্টি এলো, এই মাঝরাতেই এলো। এবং খুব অল্প সময়ের মধ্যে চলেও গেল। কি দরকার চিল বৃষ্টি তোমার এত রাতে এতটা অল্প সময়ের জন্য আসার? কোনো কি দরকার ছিল শুধু শুধু মনটাকে উদাস করে দেয়ার?
যদিও বৃষ্টি চলে গেছে, তার কিছু রেশ রেখে গেছে। একটু পরপরই বিদ্যুৎ এর ঝলকে সবকিছু ঝলসে উঠছে। আর সঙ্গে মেঘের গুরুগম্ভীর ডাকতো আছেই। যে ডাক শুনে মনেহয় যেন কোনো বাবা তার অবাধ্য মেয়েকে অসময়ে বাইরে বের হবার জন্য শাষন করছে।
বৃষ্টি, আবার কি আসবে তুমি? বাইরের প্রকৃতি তো তেমনটাই বলছে। মেঘের ডাক গম্ভীর থেকে আরো গম্ভীর হচ্ছে, বিদ্যুৎ এর ঝলকানিটাও বেড়েছে। আসবে? মাঝরাতে বারান্দায় একাকি দাঁড়িয়ে বৃষ্টি দেখার মাঝে যে বিষাদ মাখা আনন্দ আছে, সেটা কি পাবো? অথবা বাইরে ঝুম বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পরার যে আনন্দ, সেটা?
১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:০৬
আতিক ইশরাক ইমন বলেছেন: বৃষ্টি নামের কোনো ছেলে এখনো দেখিনি তো, তাই আর ছেলে দিই নাই
২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:৩২
সুরাইয়া বীথি বলেছেন: হাহা ও আচ্ছা ! এটাকে আপনি নাম বুঝিয়েছেন
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২২
আতিক ইশরাক ইমন বলেছেন: হ্যাঁ, নামই বুঝিয়েছি
৩| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২৪
মিখু বলেছেন: খুব সুন্দর হইছে,বৃষ্টিব পর আমার ও মনটা উদাস হয়ে যায়।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৬
আতিক ইশরাক ইমন বলেছেন: বৃষ্টির মাঝে মানুষকে উদাস করে দেয়ার এক অনন্য ক্ষমতা আছে
৪| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৯
দায়ী বলেছেন: বাইরে ঝুম বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পরার যে আনন্দ,
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৪
আতিক ইশরাক ইমন বলেছেন: বিশেষ করে সেটা যদি টিনের চালে হয়, তাহলে তো আর কথাই নেই
৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৩
বিজন রয় বলেছেন: মিষ্টি বৃষ্টি।
++
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৭
আতিক ইশরাক ইমন বলেছেন: সুইট বৃষ্টি
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:০২
সুরাইয়া বীথি বলেছেন: " মেঘের গুরুগম্ভির
ডাকতো আছেই। যে ডাক শুনে
মনেহয় যেন কোনো বাবা তার
অবাধ্য মেয়েকে অসময়ে বাইরে বের
হবার জন্য শাষন করছে। " ভাইয়া এখানে মেয়ের জায়গায় ছেলে হলে ভাল হত কারণ রাতবিরাতে বাইরে বের হওয়াটা ছেলেদেরই অভ্যাস মেয়েদের নয় !