![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতটা অগোছালো ছিলামনা কখনোই............. নাকি ছিলাম, কিন্তু সুযোগ পাইনি অগছালো থাকার? হতে পারে। এখনতো নিজের কাজ নিজেই করি, অন্যকেউ করে দেয়না। নিজের সিদ্ধান্ত নিজেই নিই, অন্যকেউ নিয়ে দেয়না। এমনটাই তো চেয়েছি একসময়। কিন্তু চাওয়াটা যখন পাওয়ায় পরিনত হলো, তখন কল্পনার থেকে একটু বোধহয় অন্যরকমই হয়ে গেল। যাই হোক, এখনো সময় আছে, অবশ্যই আছে, জীবনকে গুছিয়ে নেয়ার। জীবনটাকে তো বেশ ভালোভাবেই অগোছালো করেছি, এবার একটু গুছিয়ে নিই। কখনো না করার চেয়ে দেরী করে করাটাও তো ভালো। হ্যাঁ, বেশ জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছি জানি, সেটাকে এখন কিভাবে সুস্বাদু করা যায় দেখি।
ভুল থেকে নাকি শিক্ষা নিতে হয়। তাহলে তো জীবন থেকে শিক্ষা নেবার মত বহু কাজ জমিয়ে ফেলেছি। আমি জানি আমার ভুলগুলো কি, শুধু সেগুলো অনুধাবোন করাই বাকি। নাহ, যথেষ্ট হয়েছে এমন অগোছালো আর খামখেয়ালি জীবন। এবার পরিবর্তন দরকার। দরকার মেটামরফসিস। রূপান্তর, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠা।
জীবন তো একটাই। মরবার আগে এটার সর্বচ্চো ব্যবহারটা করে যেতে চাই। এবং নিজের জীবনেই বাঁচতে চাই, অন্যের হয়ে না। এবং এ বাঁচার জন্যই রূপান্তরটা দরকার। পারবোনা? ইনশাআল্লাহ্।
©somewhere in net ltd.