নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চয়তার এক খেলা

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

জীবনের মজাটাই তো এখানে যে কালকে কি হবে সেটা জানিনা। নাহ একটু ভুল বলে ফেল্লাম। কালকে কেন, এক মিনিট পরে কি হবে সেটাই তো জানিনা। বা আরো সূক্ষভাবে বললে বলতে হবে এক সেকেন্ড পরের ঘটনা আমাদের অজানা। এই যে লেখা, এটা শেষ করতে পারবো কি না অথবা জেভাবে শেষ করবো ভাবছি, তা করতে করতে কি কি ঘটতে পারে তা বলতে পারবো না। আব্বুর মৃত্যু সংবাদ পাবার এক মিনিট আগে আমি বন্ধুদের সাথে কোথায় কতক্ষন আড্ডা দেয়া যায় সেটা ভাবছিলাম। আমি জানতামই না একটা মিনিট, মাত্র একটা মিনিট পরেই আমার জন্য কি খবর অপেক্ষা করছে।
এটাই তো জীবনের মজা। আপনাকে ক্ষনে ক্ষনে অবাক করে দিবে জীননের সব ঘটনা। জীবনে একঘেয়েমি আসার কোনো সুযোগই নেই। জদিনা আমরা নিজেরা যোর করে একঘেয়েমি তৈরী করি।
আমরা অনেকেই ভিডিও গেমস খেলি। ভার্চুয়াল রিয়ালেটিতে বসে থাকি। অথচ আমাদের জীবনটাই তো একটা খেলা। ভিডিও গেমসে যেমন জানেন না কোথায় কি ধরনের বিপদ অপেক্ষা করে আছে, বা হুটকরে কখন কোথায় থেকে বোনাস পয়েন্ট চলে আসবে, জীবনটাও তো বলতে গেলে তেমনি। বলা যায় জীবনটা অনেক বড় পরিসররের একটা "ভিডিও গেমস"। কিন্তু দেখা যায় গেমস খেলতে চরম মজা লাগে আর জীবনটাকে লাগে বড় পানসে।
এর একটা কারন হতে পারে যে হয়ত জীবনের আসল খেলায় এখনো "Enter" করা হয়নি। এবং এই খেলায় Enter করতে হলে প্রথমে চার দেয়ালের বাইরে বেরোতে হবে। আর এই দেয়াল যে শুধু ইট কাঠের দেয়াল তা না, অনেক সময় আমরা আমাদের মনের দেয়ালেও আটকে যাই। এবং এই মনের দেয়াল কংক্রিটের দেয়ালের চেয়েও আরো বেশি মজবুত। তবে এতটাও মজবুত না যে ভাঙ্গা যাবে না।
তা যা বলছিলাম। অনিশ্চয়তা। জীবনের চরম অনিশ্চয়তাটাই বেঁচে থাকার আসল মজা। অনেকটা তরকারির লবনের মত। আপনাকে শুধু ঠিকমত লবনটা ব্যবহার করতে হবে।
আচ্ছা ভেবে নেন না যে, আপনি ভিডিও গেম খেলছেন। কালকের প্রজেন্টেশনটা জাস্ট খেলার একটা জটিল স্টেজ। বা অফিসের বসের সাথে মিটিংটা অত্যন্ত স্ট্রাটেজিক আর উত্তেজনার লেভেল। অথবা চরম ভীড়ের মধ্য বাসে ওঠাটা গেমে নতুন স্টেজে যাবার কিছুটা জটিল করিডোরটা। আর কাজ শেষে বন্ধুদের সাথে হুট করে আড্ডাটা বোনাস পয়েন্ট। মাত্র কয়েক ঘন্টার ভিডিও গেম খেলে যদি এত মজা পান, তাহলে এতটা বিস্তৃত পটভূমির জীবটা থেকে আরেকটু বেশি আনন্দ নিংরে নিতে পারবেন না?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: এটাই জীবন। জীবনই এটা।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০১

আতিক ইশরাক ইমন বলেছেন: হ্যাঁ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.