![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি পড়লাম এইটা!! "রবীন্দ্রনাথ এখানে কখনও খতে আসেন নি"। মোহাম্মদ নাজিম উদ্দিনের মৌলিক থ্রিলার। এবং "অস্সাধারণ" একটা থ্রিলার। Just mind fucking !
রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি, একটি রেস্টুরেন্টের নাম। বিভ্রান্ত হবেন না, রেস্টুরেন্টা এবং বই দুইটার নামই এক। তা গল্পে প্রথম যেই চরিত্রের আগমন হয় তিনি এই অদ্ভূত নামের রেস্টুরেন্টে খেতে আসেন। তবে উদর পূর্তি করাটা যে এই চরিত্রের আসল উদ্দেশ্য না সেটা কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়। আরেকটা চরিত্রের সাথে কথা শুনে বোঝা যায় সে আসলে এই রেস্টুরেন্টের মালিকের সম্পর্কে জানতে চায়। কিন্তু কেন? নামটা যেমন রহস্যময় তেমনি রেস্টুরেন্টের মালিকও কি রহস্যময়? আর যে এটা জানতে চাচ্ছে সেই চরিত্রটাই বা কে? সে আসলে কি চায়? জানতে হবে। এবং আমি যেহেতু বলবো না, আপনাকে বইটা পড়েই জানতে হবে। প্রথমে শুধু দেখে যাবেন কি হচ্ছে। কেন হচ্ছে সেটা প্রথমেই বলে দেয়া নেই। তাই আপনিও ইচ্ছা হলে মাথা ঘামাতে পারেন "কেন" কি হচ্ছে প্রশ্নটার উত্তর বের করতে। তবে যা গরম, না চাইলেও হয়ত আপনার মাথা এমনিতেই ঘামবে। যাইহোক, টানটান উত্তেজনা, পাতায় পাতায় একশ্যনে ঠাসা থ্রিলার এটা না। এটা ইনভেস্টিগেশন টাইপের। আস্তে আস্তে একটার পর একটা তথ্য নিয়ে, তদন্ত করে ঘটনা এগোয়। গাড়ি মিডিয়াম স্পিডে চলে। কিন্তু ক্লাইম্যাক্স!! আহ!!! কি শোনালো ক্লাইম্যাক্সে এসে! যেন আপনাকে খুব আস্তে আস্তে মাথার উপরে তুললো, এবং তারপর ভীষন জোরে আছাড় মারলো। ভাবতেই পারিনি যে আগে গটা ঘটনাগুলোর যোগসূত্র "সেই ঘটনার" সাথে এভাবে মেলানো হবে। তা কি ঘটনা? আমি তো আগেই বলেছি আমি কিছু বলবো না। আপনাকে পড়েই জানতে হবে কেন রবীন্দ্রনাথ সেখানে কখনও খেতে যান নি।
২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনার বইয়ের নামটা তো কপি করা!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:৫৩
মহা সমন্বয় বলেছেন: হা হা দারুণ ইন্টারেষ্টিং তো ।