নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন প্রলাপ- ৬

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৯

কিছু লেখা হয় না অনেকদিন। কি লেখবো? জানিনা। আসলেই জানিনা। শুধু জানি কিছু লেখতে ইচ্ছা করছে। আচ্ছা প্রলাপ বকি? এমন খাপছাড়া কথা বার্তা প্রলাপ ছাড়া আর কি বা হতে পারে!
তাছেড়া নিজের কাছে নিজে হেরে যাওয়াতে এত ব্যস্ত হয়ে পড়েছি যে ব্লগে আসার সময়ই পাইনা। হ্যাঁ, হেরে যাচ্ছি। ভীষনভাবে হেরে যাচ্ছি। আচ্ছা আমি কি জিততে চাই আসলে? হ্যাঁ, চাই তো। তাহলে? জানিনা। আসলে পরিবর্তন দরকার। মেটামরফোসিস। নিজের কমফোর্ট যোন থেকে বেরিয়ে দুনিয়ার সাথে মিশে যাওয়া প্রয়োজন। আর প্রয়োজন পড়া লেখার প্রতি একটু মনযোগী হওয়া। না, একটু ভুল বোললাম, শুধু পড়া লেখা না, পুরো জীবনটার প্রতিই একটু মনযোগী হওয়া দরকার।
অনেক তো হলো এই কল্পনায় উড়ে বেড়ানো, এবার একটু পৃথিবীর ধুলোমাখা পথে হাটা প্রয়োজন। জীবন তো একটাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:





আপনি কি কোন কিছু ১০০ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রয় করছেন?

৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৪৯

আতিক ইশরাক ইমন বলেছেন: না, ১০০ টাকার জিনিস ৫০ টাকায় বিক্রয় করিনাই, তয় একবার ৪৭০০০ টাকার জিনিস ৪০০০ টাকায় বিক্রয় করসি :D

২| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:২২

অরুনি মায়া অনু বলেছেন: হাঁ জীবন একটাই।

৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৫১

আতিক ইশরাক ইমন বলেছেন: তিন চারটা হলে ভালো হতো, এক জীবনে পরিবারকে খুশি করতাম, আরেক জীবনে ভবঘুরে হতাম

৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৪

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: একজনের হেরে যাওয়ার ঘটনা অন্যজনের জন্য শিক্ষাও হতে পারে, শেয়ার করুন।

৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৫৩

আতিক ইশরাক ইমন বলেছেন: করবো ভাই, করবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.