নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

শেষ রাতের প্রলাপ

১০ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:২৪

বাইরে বৃষ্টি হয় কি? হুট হাট করে মোবাইলের স্ক্রিনে পানির ফোঁটার আনাগোনা দেখছি। বিছানা জানালার পাশেই কি না। বৃষ্টি হলে বৃষ্টির ছাট এসে পড়ে জানালা দিয়ে।
যাইহোক, বৃষ্টি হোক বা না হোক, আরো একটা নির্ঘুম রাত পার হচ্ছে। বেশ অনেক চেষ্টা করলাম ঘুমকে বাগে আনার জন্য। হলোনা। উল্টো ঘুমকে বাগে আনতে জেয়ে Bug চলে আসলো।
এখন শেষ রাত। আর ঘন্টা দুই পরেই দিনের কাছে সব দায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেবে এই রাত। ঘন কালো অন্ধকার ধীরে ধীরে ফ্যাকাসে হতে থাকবে। তারপর আসবে আলো, ফ্যাকাসে আঁধারকে আবার ফ্যাকাসে আলো বলেও চালিয়ে দেয়া যায়। কারন তখন আলো আঁধার দু'ই সমানভাবে বিদ্যমান।
আবারো কয়েক ফোঁটা পানির পদার্পন, বাইরে বৃষ্টি হয় কি?
তা হোক বা না হোক, বাইরে একপাল কুকুর ঠিকই তাদের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। গভীর রাতে কুকুরের ডাকের মধ্যে কেমন উদাস করে দেয়ার উপকরন থাকে। এক ধরনের বিষাদমাখা ভালোলাগা কাজ করে। আপনার তেমনটা হয় কি? অথবা কোনো রাতজাগা পাখির কর্কশ ডাক শুনে? তখন এমন উপলব্ধি হয় কি, যে আসলে কতটা নিঃসঙ্গ আপনি, আমি? হয়ত হয়, অথবা হয় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.