নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

ঘরে ফেরার কোনো তাড়া নেই আজ

১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৩

ঘরে ফেরার কোনো তাড়া নেই আজ। বরংচ মেঘলা দুপুরের মাদকতায় মাতাল হবার পূর্ণ ইচ্ছা আছে। ধূলো ওড়া বাতাসের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ারও ইচ্ছা আছে। ঘরে ফিরে আর কি হবে! সেই পুরোনো ছকে বাঁধা ঘর। ঘরে ঢুকেই তো সেই বহু পুরোনো ঘুমে ঢলে পড়া। আর ঘুম! সে তো সাময়িক মৃত্যু!
আজকে ঘরে ফেরার কোনো তাড়া নেই। তাই এই মাঝদুপুরে শূন্য চায়ের দোকানে সেই এক কাপ চা নিয়েই বহুক্ষন হলো বসে আছি। মাথার উপর ফ্যানটা "ভঅঅ ভঅঅ" মত শব্দ করে ঘুরছে। আর সুপারি কাটার খটাশ খটাশ শব্দও মিশেছে সাথে। এছাড়া আর যে শব্দ আছে সেটা হলো নিঃশ্বতার শব্দ। মাঝ দুপুরের নিঃশব্দতা। সেই নিঃশব্দতাকে চায়ের সাথে মিশিয়ে গিলে খাচ্ছি। নাকি সময় আমাকে নিঃশব্দে গিলে খাচ্ছে? জানিনা। জানার জন্য খুব একটা আগ্রহও বোধ করছি না। সময় আমাকে গিলে খাচ্ছে, খাক। সময়ের সাথে সাথে ঐ টি-ব্যাগ ডোবানো গরম পানিটা কালো থেকে আরো কালো হয়ে উঠুক। তাতে আমার কিছু যায় আসে না। আমি এই মাঝ দুপুরে নিঃশব্দের কোলাহলেই মিশে যেতে চাই। কারণ, আজ যে ঘরে ফেরার কোনো তাড়া নেই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৩

গোলাম মোস্তফা মিয়া বলেছেন: আজ কি হলো ভাই

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩০

আতিক ইশরাক ইমন বলেছেন: সিমেস্টারের লাস্ট ক্লাস ছিল, বড়ই আনন্দে ছিলাম তাই :D

২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১২

নোমান প্রধান বলেছেন: প্রেমের জোয়াড়

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩১

আতিক ইশরাক ইমন বলেছেন: সময়ের প্রেম :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.