![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেন্সিলে আঁকা পরী, অন্যরকম সুন্দর। যদিও যেখানে শেষ করেছেন লেখক তাতে মনেহয়েছিল তাঁর বিচার হওয়া উচিত। কিন্তু তারপর মনেহলো, নাহ ঠিকই আছে, তিনি একটু আবছা ধারনা দিয়ে গেছেন শেষের পরে কি হবে, বাকিটুকু পাঠকের কল্পনা।
পেন্সিলে আঁকা পরীটা কে? টেপী, যাকে টাকার জন্য বাইরে রাত কাটাতে হয়, নাকি রেশমা, যে ঘন্টার পর ঘন্টা কসে থাকে সিনেমায় এক্সট্রা হিসেবে একটা শট দেয়ার জন্য, নাকি মিতু, যার মাঝে বাস করে এক মায়াবতী? আলাদাভাবে কেউ না, কারন টেপি, রেশমা আর মিতু আসলে একজনাই। গল্পে ফুটে উঠেছে তার হাহাকার, তার আশপাশের মানুষগুলোর পাওয়া না পাওয়ার কথা। ফুটে উঠেছে মবিনের কথা, যার আয় বলতে প্রাইভেট টিউশনি, কাজ ইন্টার্ভিউ দেয়া, যাকে নিয়ে মিতু স্বপ্ন দেখে ঘর বাঁধার। আছে মিতুর বোন ঝুমার কথা, যে ভবিষ্যতের সুখের স্বপ্ন দেখে। আর আছেন মোবারক সাহেব, যিনি অবাক হতে ভুলে গেছেন, ভুলে গেছেন জীবনটাকে উপভোগ করতে। তিনি জীবনকে আকর্ষণীয় করতে চান মিতুর মাধ্যনে, অথবা বলা জায় রেশমা বা টেপীর মাধ্যমে। কিন্তু আসলে কি হয় তাদের? মীতু, মবিন বা মোবারক সাহেবের? যা চায় তারা কি পায় তা, না জীবনের কাছে পরাজিত হতে হয়?
©somewhere in net ltd.