নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা নাহয় শিরোনাম ছাড়াই থাক ...............

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১১

"বই পোকার বই ভক্ষণে সামান্য অবদান", পৃথিবীর সুন্দরতম কিছু কথার মধ্যে এটা একটা। একজন বইপোকার কাছে এর চেয়ে আনন্দের আর কোনো কথা নেই। এবং সেই আনন্দটাও মানবিক পর্জায় পার করে পৈশাচিক পর্যায়ে চলে যায়, অর্থাৎ, বইপোকা পৈশাচিক আনন্দ পায়। আমিও বর্তমানে তেমনি পৈশাচিক আনন্দে আনন্দিত। তবে আমি অনুভূতিসম্পন্ন আবেগহীন মানুষ, যার মানে ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতি উচ্চ মাত্রায় থাকলেও সেটা আবেগের মাধ্যমে প্রকাশের ক্ষমতাটা অত্যন্ত নিম্নমানের। খুব ভালো লাগলে বা খুব খারাপ লাগলেও আমার অনুভূতির প্রকাশ হয় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার মাধ্যমে। অনেকটা ছাগলের সামনে কাঁঠাল পাতা রাখলে ছাগল যেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে সেটা আনন্দের সাথে খেতে শুরু করে, আবার সেই কাঁঠাল পাতা তার নাগালের বাইরে রাখলে যেমন দুঃক্ষ নিয়ে সেই একিই ভাবে তাকিয়ে থাকে, আমার ক্ষেত্রেও অনেকটা তাই হয়। তবে পার্থক্য হলো, আনন্দের সময় মুখটা একটু হাসি হাসি রাখার চেষ্টা করি, যেটা আমার সর্বচ্চ চেষ্টার ফল, কারন মানুষ অনুভূতির প্রকাশটা আবেগের মাধ্যমে দেখতে চায়, সত্যিকারের অনুভূতি নিয়ে বেশি মাথা ঘামায় না। যাই হোক, এত কথা বলার কারন আমি অত্যন্দ আনন্দিত এবং আমি যে আসলে কতটা আনন্দিত সেটা প্রকাশ করতে পারছি না। তাছাড়া আমি একজন শব্দহীন মানুষ। কথাও বলতে পারি না। আমার কোনো বিষোয়ে সর্বচ্চ অনুভূতির প্রকাশ হয়, "হুম" শব্দটার মাধ্যমে। কোনো বিষয়ে যত আনন্দিত হই আমার "হুম" তত প্রলম্বিত হয়। যেমন, সাধারন বিষয়ে, "হুম", অসাধারন বিষয়ে শব্দটা "হুমমমমমমমম" ধরনের হয়। কেউ আমার সাথে কিছু কথা বললেই এটা ধরতে পারবে। এসব বলার কারন, আবারো বলছি, আমার আনন্দটা সত্যিই প্রকাশ করতে পারছি না।
যাইহোক, শেষে বলতে চাই মাসুদ রানার একটা খুব বিখ্যাত বই আছে, আমারো খুব পছন্দের, হয়ত না পড়লেও নাম শুনেছেন। বইটার নাম, "আই লাভ ইউ, ম্যান"। আমি একজন শব্দহীন মানুষ, আবেগ প্রকাশের ক্ষেত্রেও নির্লজ্জের মত অন্যের শব্দের উপর নির্ভর করতে হয়। তাও, উপরের ঐ "বই পোকার বই ভক্ষণে সামান্য অবদান", কথাটার বিপরীতে এই বইটার নামই বলতে চাই। কারন আমি যে একজন অনুভূতি সম্পন্ন আবেগহীন+শব্দহীন মানুষ। যে মানুষ নিজের শব্দহীনতা আর আবেগহীনতা ঐ বইয়ের অযুত নিযুত শব্দের আবেগ দিয়ে মুছে ফেলতে চায়।
[বি:দ্র: আমি যাদেরকে ভালো পাই তাদেরকে অনেককিছুই বলি না, উচ্চারন করে তাদের ধন্যবাদ দিতে, শুভেচ্ছা জানাতে বা দোয়া করতে পারিনা, কেমন কেমন জানি লাগে। But they are always in my prayers.............aaaa...............whenever I prey my prayers actually............]

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩১

শোভনের শোভন বলেছেন: এখনতো মনে হচ্ছে আমার আবেগ প্রকাশের জন্যে মাঝে মাঝে আপনার কিছু শব্দ আমার ধার নেওয়া উচিৎ!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৫

আতিক ইশরাক ইমন বলেছেন: ভাইরে, আমি নিজেই যে ধার করে চলি :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.