![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিকে বলা হয় আকাশের কান্না। তাই যদি হয়, তাহলে বলতেই হবে যে কালকে আকাশ একদম হাউমাউ করে কান্নাকাটি করেছে। হয়তবা অতীতের কোনো স্মৃতি মনে পড়েগিয়েছিল। হয়ত মনে পড়েগিয়েছিল যে বর্ষপূর্তি হতে যাচ্ছে সেই দিনের, বেশ অনেক বছর আগে যেই দিনে আকাশ তার উজ্জ্বলতম তারাগুলোর একটি তারা হারিয়েছিল। কারন সেই তারা মাটির পৃথিবীতে মানব হয়ে এসেছিল। তখন কি কেউ ভেবেছিল যে সে একসময় লুসিফার হবে? লুসিফার হয়ে সবার আত্মাকেই নিজের কুক্ষিগত করে ফেলবে!!! ভাবেনি বোধহয়। অথবা কেউ কি ভেবেছিল যে তার মধ্যেই জন্মনিবে এক ভবঘুরের? সারা পৃথিবীর ধুলো মাখবার খায়েশ জন্মাবে তার মধ্যে, সেটাও বোধহয় জানতো না কেউ। কিংবা গল্প বলায় তার অমানবিক পর্যায়ের দক্ষতার কথা, সেটাই বা কে জানত? শব্দের পর শব্দ গেঁথে আর সুর দিয়ে কবিতা লিখে সে কল্পনার এক অন্যরকম জগতে সবাইকে নিয়ে যাবে, জানত কি সেটা কেউ? বোধহয় না। আর অভিনয়ের দক্ষতাটা? বাস্তব জীবনে যদিও আমরা সবাই অসাধারন অভিনেতা, কিন্তু মঞ্চে সেই দক্ষতা কয়জনাই বা ফুটিয়ে তুলতে পারে? বেশিরভাগ মানুষই তো পারেনা। কিন্তু লুসিফার পারে। হ্যাঁ, তিনিই লুসিফার, যার সংস্পর্ষে আসলে তাকে আর উপেক্ষা কয়ার উপায় থাকে না। তিনিই ভবঘুরে গল্পকার, যার গল্প ভয়ঙ্কর আগ্রহ নিয়ে শুনি। তার সাথে পরিচয় হবার আগে আমার পছন্দের মানুষের তালিকায় একটা সংখ্যা কম ছিল, এখন একটা সংখ্যা বেশি সে তালিকায়।
কিছু কিছু মানুষ অন্যদের খুব দ্বিধায় ফেলে দেয়। বোঝা জায় না সে আসলে কি? একজন ভালো গল্পকার, না ভালো কবি নাকি ভালো অভিনেতা? তিনিও আমাকে দ্বিধায় ফেলে দেন এ প্রশ্নের উত্তর খোজার সময়। তবে একটি কথা অনায়াসে বলতে পারি, এ সব পরিচয়ের উপরে তিনি আসলে একজন ভালো মানুষ, একজন মাটির মানুষ।হ্যাঁ, সবাই আমরা "মাটি"র মানুষ, ঠিক আছে, কিন্তু লুসিফার ভালো মাটির ভালো মানুষ।
ভালো থাকবেন পার্থ ভাই। শুভ জন্মরাত্রি, লুসিফার।
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১
আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৫
Sayad Pantho বলেছেন: vlo lagce
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৯
এহেছানুল হক মিলন বলেছেন: ভাল লিখেছেন ভাই।