![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার কাছে কিছু সময় হবে কি?
খুবই সামান্য কিছু সময়?
না, না, ভয় পাবেন না;
স্পর্শের অধিকার চাইবো না,
স্তুতীও গাইবো না।
শব্দের পর শব্দ গেঁথে
আবেগটাকেও ঝরতে দেব না।
কেবল কিছুটা সময় চেয়ে নেব-
নিঃশব্দে চেয়ে থাকতে শুধু,
ঐ আলোর আড়ালে।
আপনার কাছে কিছু সময় হবে কি?
না, না, ভয় পাবেন না;
কেউ জানবেনা,
দেখবেনা কেউ, কেবল আমি ছাড়া।
আপনি থাকবেন আলোর আড়ালে,
আর আমি-
আমি এই আঁধারের পরে।
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০০
আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৩
ওমেরা বলেছেন: কেউ তো মানা করছে না আড়াল যত পারেন চেয়ে থাকেন ।
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০২
আতিক ইশরাক ইমন বলেছেন: আচ্ছা, অনুমতি দিচ্ছেন যখন
৩| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৩
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: সুন্দর লিখেছন
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০২
আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:০২
ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর!