![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কখনো হারিয়ে যাই
কেউ মনে রাখবে না জানি,
যেভাবে আমিও মনেরাখিনি
হারিয়ে গেছে যারা;
তেমনিভাবেই
একদিন হারিয়ে যাবো
শহুরে ধূলির মাঝে ধূলিকণা হয়ে,
অথবা অযুত নিযুত ঝরা পাতার মাঝে
পরিচয়হীন এক হলুদ পাতা হয়ে।
যাকে উড়িয়ে নিবে ঝড়ো বাতাস এক
এই শহরের বুকে;
ধূলির মাঝে ধূলিকণা
কিংবা পাতার মাঝে এক হলুদ পাতা হয়ে,
হারিয়ে জাবো কোনো একদিন।
ছায়াপথের পথে হেঁটে যাবো সেদিন
বিস্মৃত এক পথিক হয়ে।
ভুলে যেও সেদিন আমায়
যেভাবে আমিও ভুলেগেছি সেই
ছায়াপথের পথিকদের,
ধূলিকণাদের,
কিংবা হলুদ পাতাদের।
©somewhere in net ltd.