নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

একটি ধূলিকণা

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪

যদি কখনো হারিয়ে যাই
কেউ মনে রাখবে না জানি,
যেভাবে আমিও মনেরাখিনি
হারিয়ে গেছে যারা;
তেমনিভাবেই
একদিন হারিয়ে যাবো
শহুরে ধূলির মাঝে ধূলিকণা হয়ে,
অথবা অযুত নিযুত ঝরা পাতার মাঝে
পরিচয়হীন এক হলুদ পাতা হয়ে।
যাকে উড়িয়ে নিবে ঝড়ো বাতাস এক
এই শহরের বুকে;
ধূলির মাঝে ধূলিকণা
কিংবা পাতার মাঝে এক হলুদ পাতা হয়ে,
হারিয়ে জাবো কোনো একদিন।
ছায়াপথের পথে হেঁটে যাবো সেদিন
বিস্মৃত এক পথিক হয়ে।
ভুলে যেও সেদিন আমায়
যেভাবে আমিও ভুলেগেছি সেই
ছায়াপথের পথিকদের,
ধূলিকণাদের,
কিংবা হলুদ পাতাদের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.