![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পতিতার ঘামে ভেজা শরীরে লেপ্টে থাকা শাড়ির মত,
মনের মাঝে লেপ্টে আছে দুর্বোধ্য অনুভূতিগুলো।
ওদিকে
পাঠোদ্ধারের (ব্যর্থ)চেষ্টায় নিমগ্ন সময়গুলো-
বেরিয়ে যায় এ হাতগলে।
পালিয়ে যায় চপল হরিণীর মত,
শীতল জলের মাঝে শিকারীর ঘ্রাণ পায় যে হরিণী-
তারই মত।
আর দুর্বোধ্য সে অনুভূতিগুলো,
কুটিল প্রেমিকার চাহণীর মত মদীর যারা,
আঁকড়ে ধরে সেই হাতটাকে,
যে হাতগলে পালিয়ে গেছে সময়
ভীত হরিণীর বেগে।
ফিরে কি আসবেনা সে?
শিকারী কি পাবেনা শিকারের সন্ধান?
পাবেনা খোঁজ সেই না বোঝা অনুভূতিগুলোর?
হয়তবা পাবে।
সেভাবেই,
যেভাবে ক্লান্ত পতিতা পায় নতুন খদ্দেরের সন্ধান।
ঠিক সেইভাবেই,
হয়তবা।
©somewhere in net ltd.