নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতার কবরে

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩

নিঃস্তব্ধ-নিঃসঙ্গতার কবর থেকে
এই অতৃপ্ত আত্মাটিকে তুলে,
পুরেরাখি এক আত্মতৃপ্ত দেহে।
এরপর
খেলা চলে নিজের সাথেই নিজের;
অভিনয়ের
হাসির
সুখের।
উল্লাসে মত্ত হই আমি-
রোদজলা সকালে অথাবা ধূলোওড়া দুপুরে,
বিকেলের ভেজা আলোয় কিংবা
সন্দ্যার প্রথম প্রদীপে।
তবে আশ্বিনের রাতটা যখন
গভীর থেকে প্রবেশ করে আরো গভীরে,
পুরে রাখি সেই আত্মাটিকে আবারো
নিঃস্তব্ধ-নিঃসঙ্গতার কবরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:২০

আমানউল্লাহ রাইহান বলেছেন: হৃদয়ঙ্গম প্রকাশ!

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮

আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:১২

নূর-ই-হাফসা বলেছেন: নিঃসঙ্গতা আর নিস্তব্ধতা ২টাই যন্ত্রণাময় । ভালো লাগল ।শুভেচ্ছা রইল

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:২১

আতিক ইশরাক ইমন বলেছেন: সত্যি বলতে কি, এই নিঃসঙ্গতা আর নিস্তব্ধতা আমি বেশিরভাগ সময় উপভোগই করি। তবে কিছু কিছু রাত থাকে, যে রাতে এরা খুবই যন্ত্রণাদায়ক হয়ে যায়। উপভোগ তো দূরের কথা, সহ্যই করা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.