নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

সুখের খোঁজে

০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

তুমি সুখ খুঁজেফের নগ্ন পতিতার দেহের ভাঁজে।
উন্মত্ত নেশার রঙিন জগতে।
কখনোবা ছলনাময়ী প্রেমিকার ঠোঁটে-বুকে।
নিঃশেষ করে উজাড় করো নিজেকে।
অথবা সুখ খোঁজো মৃত্যুতে।
কিন্তু কখনো কি সুখ খুঁজেছ জীবনের মাঝে?
পাতাঝরা কোনো মফস্বলের পথে?
অথবা বিস্তীর্ণ কোনো প্রান্তরে
হেমন্তের বিকেলে, কিংবা গ্রীষ্মের ঘুঘুডাকা দুপুরে?
খোঁজোনি তো?
খুঁজে দেখ।
খুঁজেদেখ সুখ কাকের কালো চোখের মাঝে-
দীঘির কালো জলের মত কালো যে চোখ।
অথবা খুঁজেদেখ সাদা ঘাসফুলের মাঝে-
শরতের মেঘের মতই সাদা যারা।
শীতের কুয়াশাভেজা ধূসর সকালে,
নীল মাছরাঙা যখন গভীর ধ্যানে বসে,
তার লাল ডানায় সুখ খুঁজেদেখ।
অথবা শ্রাবণের বৃষ্টিভেজা কোনো গভীর রাতে,
আয়নার ধূলো সরিয়ে ঐ চোখের দিকে তাকিয়ে দেখ।
সুখের মানেটা জানলেও জানতে পারো।
তুমি সুখ খুঁজেছ মৃত্যুতে।
জীবনটাতেও একটু উঁকিদিয়ে দেখ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর কবিতা,ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ আপনাকেও

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫০

তৌহিদ ইসলাম খান বলেছেন: কবির সরল উপমাগুলো বেশ সুন্দর। কবির দীর্ঘায়ু কামনায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.