![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রাতে ক'টা কবিতার মৃত্যুদন্ড হবে।
তাদের অপরাধ,
তারা কবিতা
তারা মনের ভাব প্রকাশের ছন্দবদ্ধ কথামালা।
তাইত তাদের ফাঁসি হবে আজ।
হ্যাঁ, মাঝরাতের মাঝেই হবে;
যখন গলির বেওয়ারিশ কুকুরটা অজানা কান্নায় কেঁদে উঠবে
আর রাতের প্রহরীর তীক্ষ্ণ হুইসেল দূর থেকে ভেসে আসবে,
ফাঁসিটা তাদের-
তখনি হবে।
তারপরে,
কাঁটাছেঁড়া করে ব্যবচ্ছেদ চলবে
অনুচ্ছেদের বিশ্লেষণ হবে,
অর্থ উদ্ধারের অনর্থক চেষ্টা-
সেটাও হবে।
শেষে ডাক্তারের সার্টিফিকেট বলবে,
"হ্যাঁ, আসলেই মৃত্যু হয়েছে এদের।"
কবিতাদের।
তাদের অপরাধ,
তারা কবিতা
ভাব প্রকাশের ছন্দবদ্ধ কথামালা।
[বিঃদ্রঃ জল্লাদের ভূমিকাটা, আমিই পালন করবো।]
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮
আতিক ইশরাক ইমন বলেছেন: আমারো তো ভাই কাঁটাছেঁড়া করতে ইচ্ছে করেনা ভাই, কিন্তু কি আর করবো? উপায় নাই।
২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯
ঋতো আহমেদ বলেছেন: বেশ লিখেছেন। ভাল লাগলো। ++
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮
আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন কাটাছেঁড়া করবেন ভাই? কবিতার তো কোন দোষ নেই!