![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষয়ে যাওয়া চাঁদের মতই,
আসমান, জমিন, তারার ক্ষয়।
ক্ষয় আত্মার।
ক্ষয় হতে থাকা সিগারেটের
ছাইয়ের মতই,
ক্ষয় সময়ের।
সময়!
নষ্ট যে সময়!
পচে যাওয়া লাশের মতই,
দুর্গন্ধে ফুলে ফেঁপে ওঠা
সময়।
সেই সময়ের মাঝে,
ক্ষয়ে যাওয়া এ জীবনকে
কাঁধে নিয়ে
হেঁটে চলা,
ক্ষয়ে যাওয়া কোন এক
রাস্তায়।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
আতিক ইশরাক ইমন বলেছেন: কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো। চেষ্টা করে জাব যেন লেখার আগ্রহে ক্ষয় দাখা না দেয়।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভাল লাগল।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
শাহিন বিন রফিক বলেছেন: ক্ষয়!!! বাঙ্গালী জাতিরতো সব ক্ষয়, তা দিয়ে একখানা কবিতা লিখেন।
এই যেমন নৈতিকতার ক্ষয়, আদর্শের ক্ষয়।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১
আতিক ইশরাক ইমন বলেছেন: লিখতে পারবো কি না জানিনা, তবে ইনশাআল্লাহ্ চেষ্টা করবো। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
খায়রুল আহসান বলেছেন: ক্ষয় নিয়ে কবিতা ভালই লাগলো। কবিতা লেখার উৎসাহে যেন কোন ক্ষয় না দেখা দেয়!