নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

বিদায় তোমায়

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

আজ তোমায় বিদায় জানিয়ে দিলাম।
তোমার আর আসতে হবে না আমার সাথে।
তুমি হেঁটে যাও তোমার ঐ পাতাঝরা পথে।
আমার পথ ধুলোয় ভরা,
আমি সেই ধুলোমাখা পথেই হেঁটে যাবো।
হ্যাঁ;
নাহয় একাই যাবো।

তোমার শরীরে ধুলো লাগবে বলে,
তুমি আসতে চাইলে না এ পথে।
ক্ষতি নেই তাতে।
তোমার স্মৃতিতেও নাহয়
এ পথের ধুলো জমতে জমতে,
মুছে যাবে একদিন।

বিদায় তোমায়।
তুমি হেঁটে যাও তোমার ঐ পাতাঝরা পথে।
এ ধুলোমাখা পথেই নাহয় হাঁটব আমি,
একবুক কষ্ট নিয়ে।
ভাঙা হৃদয়টাকে একদিন জোড়া দেব,
ধুলোর আস্তরে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫০

শাহিন বিন রফিক বলেছেন: ভালবাসার মানুষকে বিদায় বলা কি ঠিক?

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫

আতিক ইশরাক ইমন বলেছেন: কখনো কখনো বিদায় না বলে উপায় থাকে না

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

সাহরাব বলেছেন: অসাধারন !! এরকম আবেগময় অভিমানি লেখা খুব কমই দেখা যায় !!

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৪

আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ। তবে ঘটনা কিন্তু সম্পূর্ন কাল্পনিক :D

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০২

আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.