![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ তোমায় বিদায় জানিয়ে দিলাম।
তোমার আর আসতে হবে না আমার সাথে।
তুমি হেঁটে যাও তোমার ঐ পাতাঝরা পথে।
আমার পথ ধুলোয় ভরা,
আমি সেই ধুলোমাখা পথেই হেঁটে যাবো।
হ্যাঁ;
নাহয় একাই যাবো।
তোমার শরীরে ধুলো লাগবে বলে,
তুমি আসতে চাইলে না এ পথে।
ক্ষতি নেই তাতে।
তোমার স্মৃতিতেও নাহয়
এ পথের ধুলো জমতে জমতে,
মুছে যাবে একদিন।
বিদায় তোমায়।
তুমি হেঁটে যাও তোমার ঐ পাতাঝরা পথে।
এ ধুলোমাখা পথেই নাহয় হাঁটব আমি,
একবুক কষ্ট নিয়ে।
ভাঙা হৃদয়টাকে একদিন জোড়া দেব,
ধুলোর আস্তরে।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫
আতিক ইশরাক ইমন বলেছেন: কখনো কখনো বিদায় না বলে উপায় থাকে না
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬
সাহরাব বলেছেন: অসাধারন !! এরকম আবেগময় অভিমানি লেখা খুব কমই দেখা যায় !!
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৪
আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ। তবে ঘটনা কিন্তু সম্পূর্ন কাল্পনিক
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০২
আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫০
শাহিন বিন রফিক বলেছেন: ভালবাসার মানুষকে বিদায় বলা কি ঠিক?