নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা, নিদ্রার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫

ক' ফোঁটা ক্লান্তি দিতে পার আমায়?
আমি ক্লান্তিগুলো চোখের পাতায় জড়িয়ে
ঘুমিয়ে যাব।
ঘুম,
শত রাতের নির্ঘুম ঘুম
চোখে জড়িয়ে আছে।
তবু কেন যেন,
বহু রাত ঘুমাই না আমি।
রত্রির সঙ্গে সঙ্গমে মত্ত থাকি সারা রাত্রি।
আঁধারের মাঝে প্রবেশ করি আমি,
আর আঁধার প্রবেশ করে আমার মাঝে।
কখনো বা কিছু কবিতার জন্ম হয় তাতে,
কখনো বা তাতে থাকে শুধু
কামনার উন্মত্ততা।
কখনো কখনো আবার,
তা যেন শুধুই নিয়ম রক্ষা।

তাইতো জিজ্ঞেস করি,
তোমার কাছে কিছু ক্লান্তি হবে কি?
পেলে তা চোখে জড়িয়ে
ঘুমিয়ে যেতাম।
ক্লান্তি,
যে ক্লান্তির কাছে হার মানবে রাত্রির কামনা;
হার মানবে আঁধারের উন্মত্ত নেশা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভাল লাগল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

আতিক ইশরাক ইমন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমরো ভাল লাগল, ধন্যবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.