![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী থেকে মুছে যাক যত হাসি আনন্দ,
থাকুক শুধুই বিষন্নতা।
বিষন্নতা, যার রঙ ভীষণ ধূসর।
মুছে যাক রঙিন ছবি,
ছেয়ে যাক সব সাদাকালোয়।
বিদায় নিক প্রেম ভালবাসা আছে যত,
হিংস্রতায় মেতে উঠুক এ পৃথিবী।
ভোরের প্রথম প্রহরেই,
নেমে আসুক ঘোর অমানিশা।
অমাবশ্যার কালো হাত,
টুঁটি ছিড়ে নিক ঐ কোমল জোছনার।
ফুলগুলো আছে যত বাগানে প্রান্তরে,
তার ঝরে যাক- পাঁচে যাক।
শুরু হোক তীক্ষ্ণ কাঁটার রাজত্ব।
আমি চাইনা আর কোন কোমলতা।
সুর সংগীত আছে যত,
হারিয়ে যাক কোন গভীর খাঁদে,
সবাই মেতে উঠুক বন্য শূকরের আর্তচিৎকারে।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪
নিশাচর-শাহীন বলেছেন: পৃথিবী থেকে মুছে যাক যত হাসি আনন্দ,
থাকুক শুধুই বিষন্নতা।
বিষন্নতা, যার রঙ ভীষণ ধূসর।
মুছে যাক রঙিন ছবি,
ছেয়ে যাক সব সাদাকালোয়।
বিদায় নিক প্রেম ভালবাসা আছে যত,
হিংস্রতায় মেতে উঠুক এ পৃথিবী।
ভোরের প্রথম প্রহরেই,
নেমে আসুক ঘোর অমানিশা।
অমাবশ্যার কালো হাত