নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

ক্ষতিহীন প্রশ্ন

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

কতটা দূরে গিয়েছ তুমি?
আর,
কতটাই বা কাছে ছিলাম আমি?
উত্তর পেয়ে লাভ নেই,
তবু,
প্রশ্নে তো ক্ষতি নেই।

তুমি বিদায় বলে গেলে।
আর আমার বিষাদের ধ্বনি ফিরে এলো প্রতিধ্বনি হয়ে আমারি কাছে।
তুমি কি সুখী তাতে?
উত্তর দেবেনা জানি,
তবু,
প্রশ্নে তো ক্ষতি নেই।

এই সন্ধ্যের ধোঁয়ায় মিলিয়েই যদি যাবে,
তবে সকালের শিশির হয় এসেছিলে কেন?
শুধুই কি আলেয়ার আলো জ্বালতে?
উত্তর পাবোনা জানি,
তবু,
প্রশ্নে তো ক্ষতি নেই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

এম মোস্তাকিম বিল্লাহ্ বলেছেন: ভালো লিখেছেন !

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ :)

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

অব্যক্ত কাব্য বলেছেন: প্রশ্নগুলো সবসময় প্রশ্নই থেকে যায়

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩

আতিক ইশরাক ইমন বলেছেন: কারণ যার উত্তর দেয়ার কথা, সে উত্তর না দিয়েই চলে যায়

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৩

চাঙ্কু বলেছেন: উত্তর পাবেন না জেনেও প্রশ্ন করেন! আফসুস

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৬

আতিক ইশরাক ইমন বলেছেন: বড়ই আফসুস :D

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

স্রাঞ্জি সে বলেছেন:

কেন এসেছিল, তিলেতিলে কষ্ট দেওয়ার জন্য।

প্রশ্ন শুধু প্রশ্নই রয়ে যাবে। কিন্তু উত্তর। তাল গাছে লটকে থাক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

আতিক ইশরাক ইমন বলেছেন: তালগাছ থেকে তাও তো মাঝেমধ্যে টুপ টাপ করে তাল পড়ে, কিন্তু উত্তরগুলো ভুলেও পড়েনা :D

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

আতিক ইশরাক ইমন বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.