নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

নষ্ট হবার পর

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৩



পুরোটাই যে নষ্ট হয়ে গেছি প্রভু
তুমি তো আমায় পবিত্র করলে না,
এখন এ নষ্ট খাঁচা কে কিনবে বলো?
আমার প্রার্থনা তুমি শুনলে না!
তবু-
এখনো যে বেঁচে থাকাটাই মুখ্য প্রভু,
তুমি কি আমায় দেখেও দেখোনা?
তুমি কেন প্রভু,
আমায় পবিত্র করলে না?

(শক্তি চট্টোপাধ্যায়ের সম্মানে, "প্রভু, নষ্ট হয়ে যাই" কবিতার অনুপ্রেরণায়)

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৭

অজ্ঞ বালক বলেছেন: আসল কোবতের সাথে মিলাইয়া দেখলাম, সম্মানে না লেইখা শক্তির কবিতার জবাবে লিখলে ঠিক হইতো। ভালা হইসে।

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৮

আতিক ইশরাক ইমন বলেছেন: এই ব্যাপারটা নিয়ে আমার নিজেরও কিছুটা দ্বিধা ছিল, সম্মানে বলবো না জবাবে ! পরে মনেহলো শক্তির কবিতার জবাব দেয়ার মত ক্ষমতা আমার হয়নি। সেটা একটু আস্পর্ধার মত শোনায়। তাই সম্মানেই লিখলাম। আপনার মন্ত্যব্যের জন্য ধন্যবাদ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৭

বলেছেন: প্রভু, নষ্ট হয়ে যাই
- শক্তি চট্টোপাধ্যায়--

-প্রভু, নষ্ট হয়ে যাই
বার বার নষ্ট হয়ে যাই
প্রভু, তুমি আমাকে পবিত্র
করো, যাতে লোকে খাঁচাটাই
কেনে, প্রভু নষ্ট হয়ে যাই
বার বার নষ্ট হয়ে যাই
একবার আমাকে পবিত্র
করো প্রভু, যদি বাঁচাটাই
মুখ্য, প্রভু, নষ্ট হয়ে যাই!

-------------শক্তি চট্টোপাধ্যায়ের চাইতে আফনার কবিতা-ভালো হয়েছে

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৫

আতিক ইশরাক ইমন বলেছেন: লজ্জা দিবেন না ভাই :-& । শক্তির কবিতাটা এতই ভালো লাগে যে সেটার মত করে নিজের অনুভূতি প্রকাশের চেষ্টা করেছি মাত্র।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১:০৬

শরীফ বিন ঈসমাইল বলেছেন: প্রভু নিজে এসে পবিত্র করবে না আপনাকে, আপনার নিজেকে তার কাছে আত্ম সমর্পন করতে হবে

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১:১২

আতিক ইশরাক ইমন বলেছেন: এখানেই তো কবিতার মজা। কবিতায় প্রভুকে দোষারোপ করা যায়, প্রভুর উপর অভিমান করা যায়। বাস্তবে বিশ্বাসী হলে আপনি যেমনটা বললেন, তেমনটা করতে হয়, নিজেকে সমর্পন করতে হয় প্রভুর কাছে। এখানেই তো বাস্তব আর কল্পনার পার্থক্য।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: আমার প্রিয় কবিতার নাম 'অবনী, বাড়ী আছো'?

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৩

আতিক ইশরাক ইমন বলেছেন: "অবনী, বাড়ি আছো?" আমারো খুব পছন্দের একটা কবিতা, শক্তির কবিতাগুলো দুর্দান্ত। যেমন আরেকটা পছন্দের কবিতা হলো, "ছেলেটা"।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: যে আল্লাহকে চায় আল্লাহ তার জন্য সব কিছু সহজ করে দেন আর যে আল্লাহকে চায় না তাকে কখনওই না।কারন শয়তান তার প্রতিনিধি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.