নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালাখি করা আমার পেশা নয়, বলতে পারেন এক পপ্রকার নেশা হয়ে দাড়িয়েছে। পড়া লেখার পাশাপাশি বিভিন্ন বিষয় বস্তু নিয়ে লেখার চেষ্টা করি। অহংকারী ব্যক্তি কে একদম এড়িয়ে চলি। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। নিজেকে সব সময় ছোট মনে করি।

নবিন ব্লগার

আমি খুব-ই শান্ত থাকি। মানুষের উপকার করার চেষ্টা করি।

নবিন ব্লগার › বিস্তারিত পোস্টঃ

সমকামীদের সম্পর্কে ইসলাম কী বলে??

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩২

ইসলামে সমকামিতা সম্পুর্ন হারাম। সমকামিতা স্বাভাবিক ব্যভিচারের চেয়েও খারাপ। যুগে যুগে আল্লাহ অনেক জাতী কে ধ্বংস করে দিয়েছেন, নিঃচিহ্ন জাতির ভিতর আমরা শুধু কওমে আদ, সামুদ, ও লূতের কথা জানি। মূলত হযরত লূত(আঃ) এর কওমকে সমকামিতা করার জন্যেই আল্লাহ ধ্বংস করে দিয়েছন। এই নিকৃষ্ট যৌনবিকৃতি টি লূত(আঃ) এর সম্প্রদায়ের আগে অন্য কোনো জাতী করেনি। এই সম্পরকে কুরআনের আয়েত, আল্লাহ বলেন,
আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহীমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা লুতের জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয় এর অধিবাসীরা অপরাধী।"

কুরআন ও হাদীসের আলোকে সমকামিতা ও তার বিধানঃ
আল্লাহতায়ালা বলেন,স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ! তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়। অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাঁর স্ত্রী ছাড়া। কেননা, তার জন্যে ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম।"
অন্য এক আয়াতে তিনি বলেন, এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ? তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।" (সূরা আরাফ ) লূত (আঃ) এর কওমের মানুষরা কোনো নারীর প্রতি আকৃষ্ট না হয়ে পুরুষের প্রতি জৈবিক চাহিদা মিটানোর জন্যে ধাবিত থাকতো, বর্ণিত আছে যে সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য সঙ্গিনী হিসেবে যাদের সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।"

রাসূলে পাক (স:) এরশাদ করেন, "আমি তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশী যে বিষয়টির আশংকা করি, তা হচ্ছে কওমে লুতের জঘন্য কাজ"। অত:পর তিনি এই দুষ্কর্মে লিপ্তদেরকে এই বলে তিনবার অভিসম্পানত করেন: "কওমে লুতের দুষ্কর্ম যে করবে তার উপর আল্লাহর অভিসম্পাত"। (ইবনে মাজাহ, তিরমিযী, হাকেম)।
রাসূল (স:) বলেছেন, "যে লোক সমকাম কিংবা মহিলাদের মলদ্বার দিয়ে যৌন সঙ্গম করবে, (হাশরের দিন) আল্লাহ পাক তার দিকে ফিরেও তাকাবেন না। (তিরমিযী, নাসায়ী, ইবনে হোব্বান)। কামভাবের সাথে কোন মাহিলা কিংবা সুদর্শন তরুনের দিকে তাকানোও ব্যাভিচারের পর্যায়ভুক্ত। কেননা পূর্বোল্লিাখিত রাসূল (স:) এর এক হাদীসে আছে, "লালসার দৃষ্টি চোখের ব্যাভিচার, লালসার বাক্যালাপ জিহ্বার ব্যাভিচার, কামভাবে স্পর্শ করা হাতের ব্যাভিচার, এ উদ্দেশ্যে হেটে যাওয়া পায়ের ব্যাভিচার, অশ্লিল কথাবার্তা শুনা কানের ব্যাভিচার, কামনা বাসনা মনের ব্যভিচার, গুপ্তাঙ্গ - যা বাস্তবে রুপদান করে কিংবা দমন করে"। (বোখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী)।
সমকামিতার শাস্তি সম্পর্কে রাসুল(সাঃ) বলেন,
ইবনে আব্বাস বলেন, রাসুল (স) বলেছেন, তোমরা যদি কাউকে পাও যে লুতের সম্প্রদায় যা করত তা করছে, তবে হত্যা কর যে করছে তাঁকে আর যাকে করা হচ্ছে তাকেও।" (আবু দাউদ) অন্য এক হাদিসে তিনি বলেন,
যে কাউকে লুতের কওমের মতো করতে দেখলে যে দিচ্ছে আর যে পাচ্ছে দুজনকেই হত্যা কর।" মুসনাদে আহমদে বর্ণিত আছে, ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসুল (স) বলেছেন, অভিশপ্ত সে যে কিনা কোন পশুর সাথে সেক্স করে, আর অভিশপ্ত সে যে কিনা সেটা করে যা লুতের সম্প্রদায় করত।"
ভাইরা বুঝতেই পারছেন যে ইসলামে সমকামিতার শাস্তি কত ভয়াবহ। একজন সুস্থ মানুষ কখনো বিকৃতি যৌনক্রিয়ায় লিপ্ত হতে পারে না।
বর্তমান আধুনিক বিশ্বে সমকামিতা নামক ভাইরাসটি খুব দ্রুত ছড়াচ্ছে, সভ্য সমাজের নেতারা ও সমকামিতা কে সায় দিচ্ছেন, ২০০১ সালে সর্বপ্রথম নেদারল্যান্ড রাষ্ট্রীয় ভাবে সমকামিতা কে অর্থ্যাত পুরুষে পুরুষে বিবাহ ও মেয়ে মেয়ে বিবাহ কে স্বীকৃতি দেয়। এরপর একে একে সুইজারল্যন্ড, ডেনমার্ক, সুইডেন আমেরিকা সহ পাশ্চাত্যের অনেক নাস্তিকবাদী দেশে পুরুষে-পুরুষে, নারীতে-নারীতে বিবাহ ব্যবস্থা স্বীকৃত হচ্ছে। যা মানব জাতির জন্যে চরম বিপদ সংকেত।
আল্লাহ আমদের মুসলিম উম্মাহ কে এই নিকৃষ্ট পাপাচার থেকে বিরত থাকার তাওফীক দান করুন।
আমীন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.