![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব-ই শান্ত থাকি। মানুষের উপকার করার চেষ্টা করি।
নীলা এখন এইডস রোগে আক্রান্ত, সে জানে কিছুদিনের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। বিছানা থেকে উঠে দাড়ানোর শক্তিটুকুও তার নেই। সে শুয়ে শুয়ে ভাবতেছে, অতীত জীবনের সেই দিন গুলোর কথা, কতই না সুন্দর ছিল সেই দিন গুলো।
মধ্যবিত্ত পরিবারের সন্তান নীলা। মায়ের লালিত স্বপ্ন পুরণের উদ্দেশ্যে মেয়েটি গ্রাম থেকে শহরে এসে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ভার্সিটিতে এসেই প্রথম দিনেই একটি স্বাগত বক্তৃতা দিয়ে সে সবাইকে তাক লাগিয়ে দেয়। মেয়েটি যেমন সুন্দরী তেমন মেধাবীও।
তারই ক্লাসের অনীল নামের একটি ছেলের সাথে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্বের মাঝে অনীল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। নীলা কিছুই বুঝতেছে না, সে কি করবে। এক পর্যায়ে সে গ্রহন করে নেই।
অনীল প্লে বয় স্বভাবের, সে ভার্সিটির সুন্দরী মেয়েদের সাথে প্রেম করে শুধু ফিজিক্যাল রিলেশন করার জন্যে। সেই উদ্দেশ্য ক্যাম্পাসে নীলার সাথে কথা হচ্ছে,
>জানু (অনীল)
চল আজ আমরা বাবা খাবো
ইয়াবা, এটা খেলে রাত জেগে আমার সাথে কথা বলতে পারবা। তুমিতো রাতে ঘুমানোর জন্যে আমার সাথে কথাই বলতে পারনা
< না, না আমি খাবো না, ছিঃ ছিঃ তুমি এতোই খারাপ??
> প্লিজ একটু খাও, ভাল না লাগলে তোমাকে আমি জোর করবো না।
< এক পর্যায়ে সে রাজী হয়ে যায় তার ভালবাসার মানুষের কাছে। আস্তে আস্তে সে ইয়াবার প্রতি আসক্ত হয়ে পড়ে। সুযোগ পেয়ে অনীল তার সাথে ফিজিক্যাল রিলেশনটা করে নেয়।
বাড়ী থেকে যে টাকা তাকে পড়াশুনা করার জন্যে দেয়, সে ওই টাকা দিয়ে ইয়াবা খায়।
কিন্তু বাড়ীর টাকা দিয়ে সে বেশীদিন খেতে পারে না, এদিকে বাবা না খেয়েও থাকতে পারছে না।
অনীল তাকে টাকার জন্যে দেহ ব্যবসার জন্যে বলে, সে নেশার জন্যে রাজী হলে অনীল একটি পতিতালয়ে তাকে রেখে আসে।
নীলা বিভিন্ন নাইট ক্লাবে গিয়ে ও পতিতাবৃত্তি করার টাকা দিয়ে বন্ধুদের কে নিয়ে নেশা করতে থাকে। এদিকে তার বাবা জানতে পেরে স্টক করে মারা যায়। তার মা তাকে নিতে আসলে, নীলা মাকে খুন করে পেলে। আস্তে আস্তে নীলা অসুস্থ হতে থাকে। কিছুদিন পর তার শরীর সাস্হ্য ভেঙ্গে পড়ে। হাসপাতালে গেলে তার এইডস ধরা পড়ে।
এতোদিন যারা তাকে বুকে টেনে আগলে রেখেছিল, এখন তারা তাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে। এখন সে বুঝতে পারছে তারা তাকে ভালবাসেনি, তার শরীর কে ভালবেসেছিল। সে এখন যাবে কোথায়??সব কিছুই সে শেষ করে দিয়েছে। রাস্তাঘাটে সবাই তাকে পাগল বলে ইট মেরে তাড়িয়ে দেয়।
শেষ পর্যন্ত সে বিষ খেয়ে আত্নহত্যা করে।
আমাদের সমাজে নীলার মতো হাজারো মেয়ের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হতে যাচ্ছে হাজারো মেয়ের রঙীন স্বপ্ন। আসুন আমরা আমাদের সমাজকে রক্ষা করি। সর্বনাশা ইয়াবা বিক্রয় কারীদের বিরুদ্ধ এ রুখে দাঁড়ায়। ইয়াবা সেবনকারীদের জন্যে চিকিৎসার ব্যবস্থা করি। না হয় সমাজ যে হারে ধ্বংসের দিকে এগুচ্ছে, একদিন আমার বা আপনার পরিবার আক্রান্ত হয়ে যাবে।
©somewhere in net ltd.