নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালাখি করা আমার পেশা নয়, বলতে পারেন এক পপ্রকার নেশা হয়ে দাড়িয়েছে। পড়া লেখার পাশাপাশি বিভিন্ন বিষয় বস্তু নিয়ে লেখার চেষ্টা করি। অহংকারী ব্যক্তি কে একদম এড়িয়ে চলি। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। নিজেকে সব সময় ছোট মনে করি।

নবিন ব্লগার

আমি খুব-ই শান্ত থাকি। মানুষের উপকার করার চেষ্টা করি।

নবিন ব্লগার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিত হচ্ছে হাজারো তরুণী

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৭


আমাদের আধুনিক সমাজে লোক চক্ষুর আড়ালে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে হাজার হাজার তরুণী। কেউ আপনজনের লালশার স্বীকার কেউ বা পরিস্হিতির। কিন্তু লক্ষ্য একটাই "ধর্ষণ"

একদল পুরুষ আছে, যাদের লোলুপ দৃষ্টি খুবই লজ্জাজনক, তাদের দৃষ্টির মাঝেই ধর্ষণের প্রতিচ্ছবি ফুটে উঠে। যারা প্রতিনিয়ত ধর্ষনের লীলা খেলায় মেতে উঠে।

যদি কেউ ভালবাসার ফাঁদে পেলে তার প্রেমিকার সরল মন নিয়ে তার সাথে বিছানায় শেয়ার করতে পারে, আর সেই সাথে প্রেমিকাকে মন ভুলিয়ে ভালবাসার ছলনা দেখিয়ে তার কিছু নগ্ন ছবি বা ভিডিও তুলিতে পারে, তখন থেকে এই কুলাঙ্গাররা প্রেমিকাকে একা বা তার বন্ধুদের নিয়ে যৌথভাবে একের পর এক ধর্ষন করতে থাকে। আর সুযোগ পেলে অশ্লীল ভিডিও দেখিয়ে তার পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। অনেকেই সম্মান হারানোর ভয়ে নীরবে তাদের হাতে ধর্ষিতা হচ্ছে আবার অনেকে নিজের স্বর্বস্ব বিলিয়ে দিয়ে তাদের কে টাকা দিচ্ছে।

আর কেউ যদি টাকা কিংবা শরীর বিসর্যন দিতে অস্বীকৃতি জানায়, তখন সেই ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এই লজ্জাজনক পরিস্হিতির বিপাকে পড়ে নিরুপায় হয়েপ অনেক মা বোন আত্নহননের পথ বেছে নিচ্ছে।
ধ্বংস হয়ে বিভিন্ন পরিবার, শেষ হয়ে যাচ্ছে আমাদের মা বোনদের দেখা আগামী দিনের স্বপ্নগুলো।

এই আধুনিক যুগের মেয়েরা নিজের মা বাবা থেকেও তার বয়ফ্রেন্ডকে বেশী বিশ্বাস করে, বয়ফ্রেন্ডের সাথে নিজের এমন কিছু ছবি বা ভিডিও শেয়ার করে, যা সে তার মেয়ে বন্ধুর সাথেও করে না।তাই বোনদের বলেছি, ছেলেদের সাথে ফিজিক্যাল রিলেশন ও ছবি শেয়ার করার আগে নিজের ও পরিবারের কথা একটু চিন্তা করুন। একটু সুখের জন্যে জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার আগে একটু ভাবুন।
আগে নিজেকে ও পরিবারকে ভালবাসতে শিখুন। অনৈতিক কাজ করা থেকে বিরত থাকুন, দেখবেন জীবন অনেক সুন্দর।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৪

রক্তাক্তর প্রান্তর বলেছেন: লোক চোক্ষুর আরালে এগুলো প্রতিনিয়তই ঘটছে

২| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:২১

নবিন ব্লগার বলেছেন: ঠিক বলেছেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.