নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালাখি করা আমার পেশা নয়, বলতে পারেন এক পপ্রকার নেশা হয়ে দাড়িয়েছে। পড়া লেখার পাশাপাশি বিভিন্ন বিষয় বস্তু নিয়ে লেখার চেষ্টা করি। অহংকারী ব্যক্তি কে একদম এড়িয়ে চলি। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। নিজেকে সব সময় ছোট মনে করি।

নবিন ব্লগার

আমি খুব-ই শান্ত থাকি। মানুষের উপকার করার চেষ্টা করি।

নবিন ব্লগার › বিস্তারিত পোস্টঃ

হারানো সেই ছেলেটি

২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৯


মা,
সেই দিন আমি বাড়ি থেকে পালিয়ে ভুল করেছিলাম। আমার ভুলের কারণেই আমি তোমাদের মায়া মমতা ও ভালোবাসা থেকে অনেক বছর বঞ্চিত হয়েছি।
আমি অনেকবার চেষ্টা করেছিলাম, তোমাদের কাছে ফিরে যেতে, কিন্তু বার বার ব্যর্থ হয়েছি। যে পড়া লেখার ভয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, আজ আমি সেই পড়ালেখা কে স্ব-ইচ্ছায় আকড়ে ধরেছি। আজ আমি বিশ্ববিদ্যালয়তে পড়ি।

ঐ দিন আমার দাবী নিয়ে আমি তোমার কাছে গিয়েছি, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। আর আমার কাছে কোনো শক্তিশালী প্রমাণ নেই, যেটা দিয়ে আমি তোমার সন্তান বলে প্রমাণ করতে পারবো…

আমার বন্ধুরা যখন তাদের মা বাবার সাথে কথা বলে, তখন আমার খুব কষ্ট হয়,
অনেক ই তাদের ভাই বোনের স্নেহ ভালবাসার কথা বলে, তখন আমার বুকটা চিরচির করে উঠে।
আমার জীবনে অনেক কষ্ট, যা আমি কারো সাথে শেয়ার করতে পারি না, আনন্দে দিন কাটাতে পারিনা। ফ্রি মাইন্ড নিয়ে চলতে পারি না। কারণ তোমরা যে আমার পাশে নেই। আমার বন্ধুদের মা বাবা তাদের কে নিয়ে গর্ব করে, অথছ আমাকে নিয়ে কেউ গর্ব করে না।
আমাকে সান্ত্বনা দেওয়ার মত কেউ নেই।
আমার একটা ভুলের জন্যে কি আমাকে সারা জীবন কষ্ট করতে হবে??
তোমাদের সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই আমার,
শুধু একবার আমাকে তোমাদের সন্তান ভেবে বুকে টেনে নাও??
শুধু একবার।
না হয় যে আমার জীবন টাই বৃথা মা,,,,,,,,,,
ভাল থেকো,,,,,,,,,

[ বিঃদ্র:- হয়তো কারো জীবনের সাথে কাকতালীয় ভাবে মিলে যেতে পারে, এই জন্যে লেখক দায়ী নহে]

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫০

মহসিন ৩১ বলেছেন: না হয় যে আমার জীবন টাই বৃথা মা,,,,,,,,,,

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪০

নবিন ব্লগার বলেছেন: হুম ভাই

২| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

নবিন ব্লগার বলেছেন: হুম ভাইজান,,,,,,,,,,

৩| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৬

অতৃপ্তচোখ বলেছেন: বড় কষ্টের কাহিনী! লেখকের ফিরে যাওয়া উচিৎ ছিল বাবা মায়ের কাছে। বাবা মা সাময়িক ভাবেই রাগ করে সন্তানের উপর। সেই রাগের ভিতরে থাকে অনেক মায়া মমতা আর সন্তানের ভবিষ্যৎ চিন্তা। আসলে আমরা সন্তানেরা সেটা বুঝতে পারিনা। তাই ঘটে বিপত্তি। তবে সবকিছুর পরও সন্তানদের ভুল বুঝতে পারার সাথে সাথেই ফিরে যাওয়া উচিৎ মা বাবার কাছে।

আপনার লেখায় অনুশোচনা আছে। ভাল লিখেছেন। শুভ হোক আপনার পথচলা ----

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪২

নবিন ব্লগার বলেছেন: ধন্যবাদ রইলো আপনার প্রতি, পরামর্শ টি খুব চমৎকার

৪| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৬

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার লিখেছেন ভাই

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৩

নবিন ব্লগার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.