![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব-ই শান্ত থাকি। মানুষের উপকার করার চেষ্টা করি।
নামের বড়াই কোরো না'কো,
নাম দিয়ে কি হয়।
নামের মাঝে পাবে না'কো,
সবার পরিচয়,,,,,,,,,,,
মতিঝিলে মতি নেই,
নেই কোনো ঝিল।
সোনারগাঁ এ সোনা নেই,
আছে শুধু বিল,,,,,,
এক শ্রেণীর মানুষ আছে, যারা প্রতিনিয়ত নিজের নাম, বংশ, সামাজিক মর্যাদা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে দাম্ভিকতা প্রদর্শন করে।
অহংকার বশত অন্য মানুষকে প্রতিটি মুহুর্তে হেয় প্রতিপন্ন করতেও দ্বিদ্বাবোধ করেনা।
অথচ এই শ্রেণীর মানুষদের নামের সাথে কাজের কোনো মিল খুজে পাওয়া যায় না।
আজকাল কেউ ভূঞা বংশের হলেও, তার থাকার জায়গা টুকুও নেই, কিংবা চৌধুরী বংশের হলেও সে এখন নিঃস্ব।
কেউ গাজী বংশের হলেও সে জানে না জিহাদ কি,কিংবা মৌলভী বংশের হলেও জানে না একটি কুরআনের আয়াত।
তাই পুর্ব পুরুষদের অর্জিতগুণ নিয়ে অহংকার না করে বরং তাদের উচিৎ সে গুনগুলি ধরে রাখার মতো যোগ্যতা অর্জন করা।
আর নিজের যোগ্যতা দিয়ে প্রমান করুন যে আপনিও পারেন। আপনারও ব্যক্তিত্ব আছে।
অথচ দেখা যায় যে সমাজের সাধারণ মানুষরাও অনেক গুনের অধিকারী হয়ে থাকে, যা নামী দামি মানুষরা তার ধারেকাছে ও যেতে অক্ষম।
দাম্ভিক ব্যক্তিকে কেউ পছন্দ করে না, ইসলাম ধর্মে আছে, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না।
তাই আসুন দাম্ভিকতা পরিহার করে নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগী হই।
আর মানুষকে সত্যিকারের মানুষ ভাবি।
না হয় আপনার ধ্বংস অনিবার্য।
শত চেষ্টা করলেও আপনি মুক্তি পাবেন না, কারণ অহংকার ধ্বংসের মূল।
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৮
নবিন ব্লগার বলেছেন: ধন্যবাদ, সত্য বলেছেন
২| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৯
আর. এন. রাজু বলেছেন: এক ধরণের মানুষ আছে তারা তাদের জাত-বংশ নিয়ে বেশি বরাই করে।
হুঁ! আমার নতুন লেখাটা পড়ার অনুরোধ রইলো।
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৯
নবিন ব্লগার বলেছেন: আচ্ছা ভাই
৩| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৬
আর. এন. রাজু বলেছেন: Koi POren ni tho!!!
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
নবিন ব্লগার বলেছেন: ওই সময় একটু বিজি ছিলাম, তাই এখন পড়েছি ভাই
৪| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
সিগনেচার নসিব বলেছেন: নামের মাঝে সবার পরিচয় থাকে না সহমত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাই
২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
নবিন ব্লগার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই
৫| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১
আর. এন. রাজু বলেছেন: ঠিক আছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৩
সেলিম৮৩ বলেছেন: রসুল (সাঃ) বলেছেন, তোমরা দুনিয়ায় এমনভাবে চলো যেন তোমরা মুসাফির।
দুনিয়ায় দম্ভ এবং অহংকারী হয়ে চলতে নিষেধ করেছেন-নবী করিম(সাঃ)
এগুলো শুধু দুনিয়ার জীবনে ধ্বংস অানেনা বরং পরকালও ধ্বংস হয়ে যায়।