| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদ আলী
আমি খুবই সাধারণএকজন মানুষ
বড় কোন উৎসব এলেই শুরু হয় নারী নির্যাতন কিংবা ধাক্কাধাক্কি। পুলাপাইন গুলা যেন এই বিশেষ দিনের অপেক্ষাতেই থাকে। কখন বৈশাখ আসবে কখন মেয়েদের সাথে ধাক্কাধাক্কি তে শামিল হবে, আমি বুঝিনা এই গুলো করে কি লাভ? আরে ভাই এতই যদি সখ হয় এই গুলো করার তবে বিয়ে করে ইচ্ছেমত করো। মাইনসের মাইয়াগুলোর দিকে এত নজর কেন।
একবার ভেবে দেখো, তোমার মা আম্মা একজন মেয়ে, তোমার বোন (বুবু) সেও মেয়ে। এখন যদি তোমার আপনজন দের সাথে এমন হয় তবে কেমন লাগবে তোমার???? আপনজন নির্যাতিত হোক এমনটা নিশ্চয় তোমার কাম্য নয়, তবে আরেকজনের মা বইনের প্রতি এত আকর্ষণ কেন জাতি জানতে চাই
২|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬
গোধুলী রঙ বলেছেন: এগুলো রোধ করার একমাত্র উপায় বেসিক পারিবারিক শিক্ষা। কিন্তু এই জিনিসটাই আমাদের সমাজ থেকে ক্রমান্বয়ে বিলুপ্ত হচ্ছে।
১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৫
সাদ আলী বলেছেন: আমাদের মনমানসিকতা খুব নিচু মানের যার ফলে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা ঘটছে। পহেলা বৈশাখের দিনে আমার সামনে এমন একটি ঘটনা ঘটলো। দুইটা যুবক একটি মেয়েকে ইচ্ছে করেই ধাক্কা দিচ্ছে প্রচণ্ড ভীড়ের মাঝে। ঠিক এই মুহুর্তে মেয়েটা যেন একদম অসহায়। প্রচণ্ড ভীড়ে ছেলে দুইটা কে ধরতে পারিনি, ধরতে পারলে একটু ধোলাই দিতাম। @গোধূলি রং
৩|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২
কানিজ রিনা বলেছেন: ব্যনচুত হুলাহান এই সবই করে। এগুলা
গৃহপালিত বানর।
১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৭
সাদ আলী বলেছেন: এই সকল আবালদের বানর বললে বানর কে অপমান করা হইবে
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
বিজন রয় বলেছেন: নির্যাতন ভাল না।