নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ মানুষ। পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। একটা অন্তর ছিল তা\'ও পুড়া!

অতৃপ্তচোখ

স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।

অতৃপ্তচোখ › বিস্তারিত পোস্টঃ

একলা একা ঘরে

২০ শে জুন, ২০১৬ রাত ২:০১

জানালার পাশে বসে থাকি
একলা একা ঘরে-
কত দিনের কত কথা
পড়ছে আমার মনে।
মেঘলা আকাশ ঠান্ডা বাতাস
মনটা তবু পুড়ে-
মন সাগরের জলোচ্ছাসে
হৃদয় যাচ্ছে ভেসে।

দু'চোখ বেয়ে আজকে কেন
শুধুই অশ্রু ঝড়ে-
তবে কী সে ভাবছে আমায়
কাঁদছে একা নীড়ে!
সবাই কত সুখে দেখছি
ঘুরছে চারি দিকে-
কিসের এতো দুঃখ আমার
ভাবছি ঘরে বসে!

সবার মতোই চলবো আমি
সুখেরই আমেজে-
কষ্ট যতো লুকিয়ে রাখবো
মিষ্টি মধুর হেসে।
বুঝবেনা কেউ কত ব্যথা
এই ভাঙা হৃদয়ে-
সেটাই ভাল হারিয়ে যাবো
মনুষ্যত্ব বেচে!

বিবেক আমার দেয়না সাড়া
বারে বারেই বলে-
মনুষ্যত্ব ছাড়াও কী কভু
মানুষ বাঁচতে পারে?
চাই না আমি তেমন জীবন
দু'দিনেই যায় মরে-
লক্ষ বছর বাঁচবো আমি
এই পৃথিবীর বুকে।।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা দিয়ে ব্লগিং শুরু।
++++

ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।
শুভব্লগিং।

২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫১

অতৃপ্তচোখ বলেছেন: অভিনন্দন ভাই। উৎসাহিত করলেন। কৃতজ্ঞ রইলাম বস

২| ২১ শে জুন, ২০১৬ রাত ২:৪৬

অতৃপ্তচোখ বলেছেন: আপনাকেও স্বাগতম। আমি নতুন। লিখার ইচ্ছা যথেষ্ট, কিন্তু গুছিয়ে পারিনা। ভাল লাগলো ভাই আপনার কমেন্ট পেয়ে

৩| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: সুস্বাগতম! এখানে আপনার ব্লগিং যাত্রা শুভ হোক, স্বচ্ছন্দ হোক, দীর্ঘস্থায়ী হোক!
একাকীত্ব নিয়ে লেখা কবিতাটা মন্দ হয়নি, তবে বানানের দিকে আপনাকে আরও যত্নবান হতে হবে। যেমনঃ
লোকিয়ে রাখবো - কথাটা 'লুকিয়ে রাখবো' হবে।

২৩ শে জুন, ২০১৬ রাত ১:৪০

অতৃপ্তচোখ বলেছেন: অভিনন্দন এই অজ্ঞের ব্লগে। আমি অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত আপনার আগমনে। বেশি খুশি হলাম আমার ভুলটুকু জানতে পেরে। আশাকরি সবসময় ভুলগুলো শুধরে দিতে পাশে পাবো। কৃতজ্ঞ রইলাম।

ভুল বানান শুধরে নিলাম।

৪| ২৮ শে জুন, ২০১৭ রাত ৩:৫৩

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর কবিতা নিয়ে ব্লগিং শুরু করেছিলেন ভাই। আজ দেখে গেলাম।

৩০ শে জুন, ২০১৭ রাত ৮:৩৯

অতৃপ্তচোখ বলেছেন: অভিনন্দন
মুগ্ধতা রইল ভাই আগমনে,
ভালো লাগা জেনে প্রীত হলাম।

শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.