![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।
কাঙাল আমি, ভিটে মাটি হীন
নিস্ব! একাকী ভুবন ঘুরি-
নাইরে আমার সাত কূলে কেউ !
যে নয়নে স্বপ্ন ছিল সাজানো রঙিন
সেথা আজ শ্রাবণ দেখি-
বর্ষার প্রবল বর্ষণ মহাসাগরের ঢেউ !
মায়ার বাঁধনে ছিল হৃদয় জমিন
মুক্ত আজ! হারিয়েছি সবি-
কাঁদছি একা বসে, নেইতো সুদিন !
মিস করি বাবা! ভালোবাসা ছিল অসীম
পেয়েছি যা তাতেই খুশি
ক্ষমা করে দিও বাবা! তোমাদের ঋণ।।
২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:০১
অতৃপ্তচোখ বলেছেন: আপনার মতো গুণী লেখক আমার নিম্নমানের লেখার প্রশংসা করলে আমি আত্মহারা না হয় পারি ? সত্যিই ব্লগে অনেক জ্ঞানী জনের বিচরণ। মনটাও বিশাল উদার। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা। অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার আগমনে।
আপনার লেখাগুলি মানসম্মত। উচুমানের লেখক আপনি। আশা করি এভাবেই আরও অনেক কিছু শিখবো আপনার থেকে। শ্রদ্ধা নিবেন।
২| ২১ শে জুন, ২০১৬ রাত ২:৪২
অতৃপ্তচোখ বলেছেন: হ্যা ভাই, অনেক লেখতে মনে চায়, কিন্তু! ঠিকমত গুছিয়ে লিখতে পারি না, তবে চেষ্টা করি। দোয়া করবেন
৩| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার আবেগ হৃদয়স্পর্শী।
বাবাতো একজনই। এখানে "তোমাদের" কথাটা বলা হয়েছে কি মায়েরও ঋণ বোঝাতে? নাকি সকল বাবাদের ঋণ বোঝাতে?
মিস করি বাবা! তুমি ছিলে সুপ্রিম - শুধু ছন্দ মেলাতে এখানে ইংরেজী "সুপ্রিম" কথাটা পীড়াদায়ক।
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:৪৭
অতৃপ্তচোখ বলেছেন: হ্যা চাচা, 'তোমাদের' বলতে সেখানে মা কেউ বুঝিয়েছি। আসলে আমি বুঝতে পারিনি শুধু বাবারা হলে আরও সুন্দর হতে পারতে। আর 'সুপ্রিম' শব্দটা বুঝাতে চেয়েছি সর্বাধিনায়ক। তখন আসলে ছন্দের সাথে অন্য কোন শব্দ মিলাতে পারিনি তাই সুপ্রিম বসিয়েছি।
আপনাকে 'চাচা' সম্বোধন করেছি। কষ্ট পেলে ক্ষমা ক্ষমা করবে।
আর, সেই 'সুপ্রিম' এর স্থলে বাংলা কোন শব্দ দিয়ে সহযোগিতা করলে কৃতজ্ঞ রবো।
অনেক অনেক শ্রদ্ধা নিবেন
৩০ শে জুন, ২০১৬ রাত ৯:০২
অতৃপ্তচোখ বলেছেন: দুঃখিত স্যার, আপনাকে 'চাচা' সম্বোধন না'করে 'স্যার' সম্বোধন করাই উচিৎ ছিল। আর ক্ষমা করবেন লিখতে গিয়ে শুধু 'করবে' টাইপ হয়ে গেছে বুঝতে পারিনি। পরে কমেন্ট দেখে বুঝেছি। ক্ষমা করবেন স্যার।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৪
বিজন রয় বলেছেন: আপনার ভিতরে কবিতা জমে আছে।
প্রকাশ করুন।
অনেক ভাল লেগেছে।
++++