![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।
জানো, তোমাকে হারিয়ে
বড় অসহায়ের মতোই
কাটিয়েছি কত রাত?
সবই তো ছিল-
আপন বলে যাদের আগ্লে রেখেছি,
তবুও তোমার অভাব টুকু ফুঁড়ায় না-
মিটে না তোমাকে না পাওয়ার তৃষ্ণা
বড় অস্থির করে তুলে আমাকে-
তোমাকে হারানোর ব্যথা
জমে থাকা আমার
অতৃপ্ত নয়নের হাজারো কথা!
তুমি এসেছিলে সেদিন-
কিছুই বলতে পারিনি যা ছিল মনে,
শুধু চেয়ে থেকেছি পলকহীন।
তোমার মাঝে খুঁজেছি নিজেকে
কতোটা মনে রেখেছো আমায়?
হয়তো ভুলে গিয়েছ-
হারিয়ে ফেলেছ আমার স্মৃতি গুলো,
নয়তো, মরচে পড়া এক খণ্ড
অপ্রয়োজনীয় ইস্পাতের মতোই
রেখে দিয়েছো হৃদয় বাহিরে, তোমার
অহংকারী মনের মিশ্রিত অবহেলায়-!
তুমি এসেছিলে সেদিন!
কেন বল তো?
ভাল যদি নাইবা বাস- তবে
কেন এই ফেরে আসা -?
কেন আমার থেকে আজও
এতো দূরে তুমি-?
কেন এসেছিলে তবে-?
আমাকে দেখতে-? না'কি
আমার নিঃশেষ হৃদয়ের
দগ্ধ মনটার পুড়া গন্ধ শুকতে-?
আমার আমাকে আজ
হারিয়েছি কোন অতল গহ্বরে,
কিছুই নেই তোমাকে ফেরাতে পারি!
তুমি ফিরবেইবা কেন-? আমার-
নেইতো কিছুই বাকি তোমাকে দেওয়ার!
সবই তো নিয়েছো তুমি-
আমার স্বপ্ন
আমার ভালোবাসা
আমার সবগুলো আশা
মনের ভেতরে সাজানো হাজারো সুপ্ত বাসনা
যা ছিল- সবই তো হারিয়েছি-
বিশ্বাস টুকুও তোমাকে দিয়ে
আজ আমি বড়ই নিঃস্ব, শূন্য
তোমার তুষ্ট পৃথিবীতে
এ 'নয়ন' আজ বড়ই 'অতৃপ্ত'-!
কতদিন পর দেখা, বল তো?
কত বছর পেরিয়ে গেল-
প্রতিটি ক্ষণ কাটিয়েছি
তোমার ভাবনার হিসেব কষে,
পাওয়া না পাওয়ার ব্যবধানে
আমি বড় অতৃপ্ত আজ-
তবুও তোমাকে দেখার
বড় সাধ জাগে 'অতৃপ্ত' নয়নে।।
২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৪২
অতৃপ্তচোখ বলেছেন: শুভেচ্ছা রইল দাদা। আমার লেখাগুলি পড়ে কৃতজ্ঞ রইলাম। উত্তর দেওয়ার সিস্টেম জানা ছিল না। তাই দেরি হলো। দোয়া করবেন
আপনার জন্যও শুভ কামনা
২| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৯
অতৃপ্তচোখ বলেছেন: উৎসাহিত হলাম ভাই। অভিনন্দন আপনাকেও।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: অতৃপ্ত মনের, অতৃপ্ত নয়নের আহাজারি কবিতায় বিষণ্ণ আবেদন রেখে গেছে।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৫
বিজন রয় বলেছেন: আপনার তিনটি কবিতাই পড়লাম।
অনেক ভাল লেখেন আপনি।
ভাল থাকেন।