নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ মানুষ। পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। একটা অন্তর ছিল তা\'ও পুড়া!

অতৃপ্তচোখ

স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।

অতৃপ্তচোখ › বিস্তারিত পোস্টঃ

এ জীবনের কতটুকুইবা স্বার্থকতা

২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮


দুনিয়াটা রঙিন হলেও-
আমার কাছে বেশিরভাগ সময়ই থাকে
সাদামাটা! জানিনা-
কিসের আশায় বেঁচে আছি
বেঁচে থাকতে হচ্ছে আমাকে!
না পাওয়ার অংকটা এতোই বেশি, যে
সঠিক করে কোনটাই প্রকাশ করতে পারছিনা!
আসলে কি প্রকাশ করতে পারছিনা?
না'কি প্রকাশ করার মতো
জায়গা নাই, এই হিসেবটাও কঠিন।
কাকে বলবো, কোথায় বলবো
কিইবা বলবো!
কেনইবা বুঝবে আমার কথা
কার কি দায় পড়েছে! যে
আমার কষ্টের কথা শোনে সময় নষ্ট করবে!
এতো সময় কি হবে কারো--?

লোকে বলে, মনের কষ্টগুলো
প্রকাশ করলে, ভারাক্রান্ত
হৃদয় কিছুটা হাল্কা হয়। কিন্তু
কেউ বুঝেনা, কষ্ট
বুঝার মতো সঙ্গী থাকলেই তো
প্রকাশ করা যায়---
বন্ধু তো অনেক হয়, আসল
বন্ধু কয়জন মেলে--? বন্ধু
যদি মুখ দেখে বুঝতেই না পারবে
বন্ধুর মনের খবর- তবে
কিসের বন্ধু--?

লোকে বলে-
ভালোবাসার মানুষ হারালেই জীবনটা
শেষ হযে যায় না, আমিও বলি-
কিন্তু, যে জীবনে কোন
প্রাপ্তি নেই দুঃখ ছাড়া---
যে জীবনের প্রতিটা মুহুর্ত
অবিশ্বাসের কষাঘাতে জড়জড়িত হতে হয়
সে জীবনে সুখ কতটুকু--! আমি জানিনা
সে জীবনের কতটুকুইবা স্বার্থকতা---



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: হু ভাল লিখেছ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

অতৃপ্তচোখ বলেছেন: কৃতজ্ঞতা রইল দাদা। আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করবে।


প্রেরণা হয়ে থাকবেন।

২| ২১ শে জুন, ২০১৬ রাত ২:৩৭

অতৃপ্তচোখ বলেছেন: ভাল শোনে, ভাল লাগলো। শুভেচ্ছা নিবেন।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: হতাশা ও বিষাদের কবিতা। আশাকরি হতাশা থেকে গা ঝারা দিয়ে উঠতে পেরেছেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

অতৃপ্তচোখ বলেছেন: আমার হতাশা আর কষ্টের সীমারেখা লেখা পর্যন্তই। আমি হতাশায় ডুবে থাকি না কখনো। তবে লেখা লেখিতে আমার কষ্টগুলোই এগিয়ে থাকে।



আপনার আন্তরিকতায় কৃতজ্ঞ। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.