![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।
আমি তো কবি নই
নই কোন প্রবন্ধক-
লিখতে পারি না
মনের কথাগুলো গুছিয়ে,
আমার হৃদয় ভাবান্তর-
অল্পতেই যায় সব হারিয়ে!
মনের গহীনে পচে চলে কথা
বিষন্নতায় ভরে তুলে মন,
বুঝাতে না পারার যন্ত্রণা
অামার বাল্য, কিশোর, যৌবন
প্রতিটি পর্ব, অধ্যায়
আমার ব্যর্থ জীবনের পথে
পরিবেশ সামাজিকতা
পারিবারিক মূল্যবোধ
প্রিয়া বিরহ- স্বপ্ন ভাঙনের
দুরন্ত এক গিরিপথ।।
বড় কষ্টের, বড় বেদনার
হৃদয়ে যন্ত্রণার মহ উৎসব-
এই কী জীবন--?
প্রতারণা আর অভিনয়
মিশে একাকার!
নেই তো কিছুই পাওয়ার
শত জনমের কাঙাল
আমার বিভক্তিসিদ্ধ মন।।
ভাঙা হাড়ি লাগলেও জোড়া
স্পষ্ট তার ফটক-
ঘষামাজা যতোই চলুক, হোক
পরিষ্কার ফটো শরীর,
লোকচক্ষুর তৃপ্তি নিয়ে
মন ভোলানো অভিনয়ে
হয় কী সুন্দর কখনো
সমাজ কিংবা মন-!
মনটাকে সাজাবো, দেখাবো
কাজে বিবেকের বিচরণ,
বাসযোগ্য পৃথিবী গড়বো
আলোকিত করবো সমাজ,
হারানো ব্যথা, কষ্ট যতো
ভুলে যাবো বিতৃষ্ণা সব-
মানুষের মাঝে স্রষ্টা খুঁজিব
ভালোবাসায় গড়বো ভুবন।।
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৬
অতৃপ্তচোখ বলেছেন: ঈদ মোবারক ভাই।
সুখেদুঃখে ভালোমন্ধে সবসময় আপনার উপস্থিতি আমাকে মুগ্ধ করে। আমি অনুপ্রাণিত হই সাহস পাই মনে।
আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভাই। শুভকামনা নিরন্তর
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩৫
কালনী নদী বলেছেন: ঈদ মোবারক ভাইয়া

এইটা আমি আর তুমি