নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ মানুষ। পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। একটা অন্তর ছিল তা\'ও পুড়া!

অতৃপ্তচোখ

স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।

অতৃপ্তচোখ › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন চাই

২২ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৫


আমি পরিবর্তন চাই-
এই গুনে ধরা রোগ্ন সমাজের,
যে সমাজে মানুষের প্রতি
দায়ীত্ববোধ, ভালোবাসা নাই;

আমি পরিবর্তন চাই-
সেই সব মানুষের জঘন্য বিবেকহীনতার,
যে বিবেক আত্মসন্তুষ্টির প্ররোচনায়
সৃষ্টি করছে, অসহায়
জনমদুখি পথশিশুদের;

আমি পরিবর্তন চাই-
সেই দম্ভে ভরা নিকৃষ্ট মনের,
যে মনে অর্থের বিচারে, জাতিভেদের
গম্ভীর্যপূর্ণ, আভিজাত্যের বড়াই;

আমি পরিবর্তন চাই-
এই বিচিত্র সমাজ ব্যবস্থার,
যেখানে নিঃস্ব ভাসমান মানুষের
সুষ্ঠু স্বাভাবিক জীবন গড়ার
আবাসন প্রক্রিয়া নাই;

আমি পরিবর্তন চাই-
পাষণ্ড ব্যক্তিকেন্দ্রিক হৃদয়ের,
যে হৃদয় অন্যের অসহায়ত্ত্বে
উদারতার পরিচয় দিতে পারে না----

আমি সমাজের প্রতিটি
মানুষকে সুখী দেখতে চাই,
পরস্পরের প্রতি চাই সহমর্মিতা
সবার জন্য খাদ্য, বাসস্থান
চাই সমৃদ্ধশালী সমাজ-
প্রতিটি মানুষের মনেই
সচেতনতার প্রতিফলন চাই-

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:৩৪

সুবল চন্দ্র বর্মন বলেছেন: বেশ নিখুঁত আপনার জীবন দর্শন। খুব ভাল লাগল।

২৩ শে জুন, ২০১৬ রাত ১:৩০

অতৃপ্তচোখ বলেছেন: কৃতজ্ঞ রইলাম উৎসাহিত করায়। শুভেচ্ছা নিবেন। দোআ করবেন বস

২| ২৪ শে জুন, ২০১৬ রাত ২:০৩

কালনী নদী বলেছেন: বাস্তবতাকে আপনি কবিতায় নিখুতভাবে ফুঠিয়েছেন। সাথের ছকিটাও অসাধারণ দুঃখজনক।

শুভ কামনা জানবেন।

২৪ শে জুন, ২০১৬ সকাল ১০:০৫

অতৃপ্তচোখ বলেছেন: অলঙ্কিত করলেন বস আমার ইচ্ছা গুলোকে। এভাবে প্রেরণা পেলে মনে কথাগুলো বলেই যাবো। শ্রদ্ধা ও শুভকামনা রইল আপনার প্রতি। ভাল থাকবেন। আর এভাবেই সুযোগ পেলে মাঝে মধ্যে এই ভাই'টিকে উৎসাহ দিয়ে যাবেন, এই আশা

৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:৫৫

কালনী নদী বলেছেন: সাথের ছবিটাও*

২৫ শে জুন, ২০১৬ রাত ১২:৫৪

অতৃপ্তচোখ বলেছেন: হৃদয় যখন অতৃপ্ততায় ভরে যায়, তার ছাপ কিছুটা দুঃখী করে তুলে। যা বুঝাতে হয় না, মানুষের মুখ দেখে অনেকটাই আন্ধাজ করতে পারে জ্ঞানী যারা। আপনিও ব্যতিক্রম নন। আবারও অভিনন্দন বস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.