![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।
আমি পরিবর্তন চাই-
এই গুনে ধরা রোগ্ন সমাজের,
যে সমাজে মানুষের প্রতি
দায়ীত্ববোধ, ভালোবাসা নাই;
আমি পরিবর্তন চাই-
সেই সব মানুষের জঘন্য বিবেকহীনতার,
যে বিবেক আত্মসন্তুষ্টির প্ররোচনায়
সৃষ্টি করছে, অসহায়
জনমদুখি পথশিশুদের;
আমি পরিবর্তন চাই-
সেই দম্ভে ভরা নিকৃষ্ট মনের,
যে মনে অর্থের বিচারে, জাতিভেদের
গম্ভীর্যপূর্ণ, আভিজাত্যের বড়াই;
আমি পরিবর্তন চাই-
এই বিচিত্র সমাজ ব্যবস্থার,
যেখানে নিঃস্ব ভাসমান মানুষের
সুষ্ঠু স্বাভাবিক জীবন গড়ার
আবাসন প্রক্রিয়া নাই;
আমি পরিবর্তন চাই-
পাষণ্ড ব্যক্তিকেন্দ্রিক হৃদয়ের,
যে হৃদয় অন্যের অসহায়ত্ত্বে
উদারতার পরিচয় দিতে পারে না----
আমি সমাজের প্রতিটি
মানুষকে সুখী দেখতে চাই,
পরস্পরের প্রতি চাই সহমর্মিতা
সবার জন্য খাদ্য, বাসস্থান
চাই সমৃদ্ধশালী সমাজ-
প্রতিটি মানুষের মনেই
সচেতনতার প্রতিফলন চাই-
২৩ শে জুন, ২০১৬ রাত ১:৩০
অতৃপ্তচোখ বলেছেন: কৃতজ্ঞ রইলাম উৎসাহিত করায়। শুভেচ্ছা নিবেন। দোআ করবেন বস
২| ২৪ শে জুন, ২০১৬ রাত ২:০৩
কালনী নদী বলেছেন: বাস্তবতাকে আপনি কবিতায় নিখুতভাবে ফুঠিয়েছেন। সাথের ছকিটাও অসাধারণ দুঃখজনক।
শুভ কামনা জানবেন।
২৪ শে জুন, ২০১৬ সকাল ১০:০৫
অতৃপ্তচোখ বলেছেন: অলঙ্কিত করলেন বস আমার ইচ্ছা গুলোকে। এভাবে প্রেরণা পেলে মনে কথাগুলো বলেই যাবো। শ্রদ্ধা ও শুভকামনা রইল আপনার প্রতি। ভাল থাকবেন। আর এভাবেই সুযোগ পেলে মাঝে মধ্যে এই ভাই'টিকে উৎসাহ দিয়ে যাবেন, এই আশা
৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:৫৫
কালনী নদী বলেছেন: সাথের ছবিটাও*
২৫ শে জুন, ২০১৬ রাত ১২:৫৪
অতৃপ্তচোখ বলেছেন: হৃদয় যখন অতৃপ্ততায় ভরে যায়, তার ছাপ কিছুটা দুঃখী করে তুলে। যা বুঝাতে হয় না, মানুষের মুখ দেখে অনেকটাই আন্ধাজ করতে পারে জ্ঞানী যারা। আপনিও ব্যতিক্রম নন। আবারও অভিনন্দন বস
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৬ রাত ১১:৩৪
সুবল চন্দ্র বর্মন বলেছেন: বেশ নিখুঁত আপনার জীবন দর্শন। খুব ভাল লাগল।