![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।
কষ্ট যখন ভালোবাসার
হৃদয় তখন ফাঁকা
জীবন ভরা অথৈ আঁধার
দুঃখ রয় না চাঁপা।
নীল আকাশে উঁড়ে পাখি
জমিনে পায় ছায়া
মনের মানুষ হারিয়ে গেলেও
জমে থাকে মায়া।
মন বুঝে না অবুঝ পাখি
মেলে দু'টি পাখা
সুযোগ বুঝে যায় হারিয়ে
শূন্য করে খাঁচা।
বনের পাখির মায়ার টানে
মেলে ফেরার আশা
মনের মানুষ ফিরে না আর
সাজায় অন্য বাসা।
রাতের আকাশ আলোয় ভরে
চন্দ্র লক্ষ তারা
ভালোবাসা হারিয়ে গেলে
মন'টা মেঘে ঢাকা।
অন্ধকারের আশার আলো
একটু ভালোবাসা
দুঃখ যতো ভুলিয়ে জাগায়
অল্প বাঁচার আশা।
ভালোবাসা অমূল্য ধন
সবাই তা বুঝে না
অর্থের মাঝে সুখ খুঁজে যে
সে'তো হৃদয়হীনা।
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:০১
অতৃপ্তচোখ বলেছেন: আপনার সুগঠিত মন্তব্য আমাকে আনন্দিত করেছে। হ্যা ভাই, মাঝে দু'টি জায়গায় অন্তঃমিল কাটা পড়েছে। চেষ্টা করেছি মিলাতে পারিনি। দোআ করবেন যেন আরও ভালো করতে পারি।
আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই
২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:১২
কালনী নদী বলেছেন: কেন সেই হৃদয়হীনা, ভেঙেছে হৃদয় আপনার?
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৮
অতৃপ্তচোখ বলেছেন: অর্থ আর আভিজাত্যের মোহে আমার হৃদয় নিংড়ান ভালোবাসার সাথে প্রতারণা করেছে। তাকে তো হৃদয়হীনা বলবোই। তার হৃদয় বলে কোনকিছু আছে বলে আমার মনে হয় না।
আপনার মন্তব্য আমাকে প্রেরিত করে বস
৩| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৪
কালনী নদী বলেছেন: ভগ্ন হৃদয়ের দৌয়াই।
০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪
অতৃপ্তচোখ বলেছেন: বুঝলামনা ভাই, খারাপ বললেন না ভালো বললেন। ভাই ইংরেজি পড়তে পারি কিন্তু বাংলা করতে পারিনা।
আমার কষ্ট গু্লোর জন্য আমারও গর্ববোধ হয় মাঝেমাঝে। কষ্ট আছে বলেই আমি_______
ভাই, আপনার সুন্দর মন্তব্যে আমি খুশি। ভালো থাকবেন
৪| ০৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২১
নাবিক সিনবাদ বলেছেন:
০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬
অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ ভালো লাগলো ভাই। চিরঅম্লান থাকুক বন্ধুত্বপূর্ণ মনোভাব।
অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা অবিরাম
৫| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৪
নীলপরি বলেছেন: ভালোবাসা অমূল্য ধন
সবাই তা বুঝে না
অর্থের মাঝে সুখ খুঁজে যে
সে'তো হৃদয়হীনা।
বেশ ভালো লাগলো । ++
০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯
অতৃপ্তচোখ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য আমার প্রেরণা হয়ে থাকুক।
শুভকামনা রইল ভাই
৬| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দুর্বল অন্তঃমিল, এবং অষ্টম লাইনে উপমার ভুল প্রয়োগ হয়েছে। এটা খারাপ দিক। আর ভালো দিক হচ্ছে, কবিতাটির প্রথম থেকে শেষ পযর্ন্ত দারুণ একটা রিদম ছিলো।
০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৫
অতৃপ্তচোখ বলেছেন: হ্যা ভাই, অষ্টম লাইনটা ভুল ছিল। আমি বুঝতে পারিনি। ভাই আপনার নির্দেশনা আমি আশির্বাদ মনে করি। আমি তেমন বুঝিনা কবিতা সম্পর্কে। চেষ্টা করি ছন্দময় রাখতে। তবুও ভুল হয়ে যায়। দোআ করবেন ভাই।
অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
৭| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নিয়মিত লিখুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৯
অতৃপ্তচোখ বলেছেন: দোআ করবেন ভাই। মাঝেমধ্যে সময় পেলে কিছু উপদেশ দিকনির্দেশনা দিয়ে যাবেন। আপনার আগমন সাহসী করে তুলে। আমি অনুপ্রাণিত হই।
অনেক অনেক শুভকামনা রইল। শুভ হোক আপনার পথচলা
৮| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৭
বিজন রয় বলেছেন: সহজবোধ্য কবিতা। অন্ত্যমিল ভাল হয়েছে। আমি যদিও অন্ত্যমিল দিয়ে কবিতা লিখতে পারি না।
কিপ ইট আপ।
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৫
অতৃপ্তচোখ বলেছেন: কৃতজ্ঞ দাদা। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে আমার। আপনারা কত বড় মাপের কবি, কতো সুন্দর আপনারা লেখেন। আমি আপনাদের লেখাগুলি পড়েই অনুপ্রাণিত হই। কিছু লিখতে সাহস পাই।
দোআ করবেন দাদা, যেন আপনাদের মতো সুন্দর লেখা আমিও লিখতে পারি।
অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
৯| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সহজিয়া।
ভালো।
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৯
অতৃপ্তচোখ বলেছেন: স্বাগতম জানবেন। মন্তব্য করে অুনুপ্রাণিত করলেন বস।
শুভকামনা রইল।
১০| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৬
আরণ্যক রাখাল বলেছেন: লিরিকাল
মোটামুটি ভাল্লাগল
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২১
অতৃপ্তচোখ বলেছেন: দোআ করবেন ভাই, যেন আরও ভালো করতে পারি।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
১১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৬
জনৈক অচম ভুত বলেছেন: মোটামুটি লাগল। শুভকামনা জানবেন।
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৬
অতৃপ্তচোখ বলেছেন: দোআ করবেন ভাই, যেন আরও ভালো লেখতে পারি। আপনার আগমনে ধন্য আমি। আপনার উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকুক।
অনেক অনেক শুভকামনা। শুভ হোক আপনার পথচলা
১২| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫১
শুপ্ত বলেছেন: ভগ্ন গুদয়টাকে কিছু প্রশান্তি দেবার চেষ্টা করুন।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৮
অতৃপ্তচোখ বলেছেন: জ্বি ভাই, দোআ করবেন।
সুন্দর পরামর্শদানে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।
শুভ হোক আপনার পথচলা
১৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৫
সিগনেচার নসিব বলেছেন: কয়েক বার পড়লাম
বেশ লাগল বস !!!
২০ শে জুলাই, ২০১৬ রাত ১:০১
অতৃপ্তচোখ বলেছেন: আপনার নিয়মিত উৎসাহ আমার প্রেরণা হয়ে থাকুক।
অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন বস। শুভকামনা
১৪| ২১ শে জুলাই, ২০১৬ ভোর ৬:২২
ইন্দ্রনাথ বলেছেন: হৃদয়হীনা-কে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। বস্।
২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
অতৃপ্তচোখ বলেছেন: আপনার উৎসাহ প্রেরণা হয়ে থাকুক।
দোআ করবেন বস
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো, তবে মাঝেমাঝে অন্তঃমিল ঠিক হয়নি ।